ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একটা ধান্দাবাজ প্রজন্ম তৈরি হয়েছে: নুরুল হক নুর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি, সম্প্রতি ‘গ্লোবাল টক শো’র অনলাইন অনুষ্ঠান ‘প্রশ্নগুলো সহজ’-এ অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা এবং তরুণদের ভূমিকাকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

তিনি বলেন, “অভ্যুত্থানের পর বিপ্লবের নামে এক ধরনের সুবিধাবাদী তরুণ প্রজন্ম গড়ে উঠছে। হঠাৎ সবাই নেতৃত্ব দিতে চায়, দেশ চালাতে চায়, সমাজসেবার নামে মাঠে নামছে। কিন্তু প্রকৃতপক্ষে, এই তরুণ গোষ্ঠীর অনেকেই আসলে গণতন্ত্র ও ন্যায়বিচারের চেয়ে নিজের সুবিধা অর্জনে বেশি আগ্রহী।”

নুর অভিযোগ করেন, “এই তথাকথিত তরুণ নেতারা আজ বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে সমন্বয়ক কিংবা দলনেতার পরিচয় নিচ্ছেন। কিন্তু গত ১৬ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে কি তাদের কাউকে রাস্তায় দেখা গেছে? কোটা আন্দোলন বাদ দিলে, ১৬ দিনও কি তারা ভোটাধিকার বা ন্যায়বিচারের জন্য মাঠে নেমেছে?”

তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা সংস্কার এনেছিলাম। এটি ছিল সীমিত সাফল্য, কিন্তু সরকার আদালতের মাধ্যমে তা আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে। তখনই ছাত্রদের উপর নিপীড়ন নেমে আসে—গুলিবর্ষণ, পুলিশি নির্যাতন, ছাত্রলীগ-যুবলীগের হামলা—যা কোনো সুস্থ বিবেকের মানুষ মেনে নিতে পারেনি।”

তিনি আরও বলেন, “আজ যেসব তরুণ ডিসি অফিস, ইউএন অফিস বা সচিবালয়ের আশপাশে নেতৃত্ব দাবি করছে, তাদের অনেকে আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর লুটেরা চরিত্রে পরিণত হচ্ছে। যদি সুযোগ পায়, এরা দেশকে আরও ভয়াবহভাবে শোষণ করতে পারে।”

সতর্ক করে তিনি বলেন, “তরুণ নেতৃত্বের মূল হাতিয়ার এখন রাজনীতি। সাইনবোর্ডে রাজনীতি লেখা, বাস্তবে ব্যক্তিস্বার্থে দৌড়। সে দল গঠন করছে, এলাকায় নির্বাচন করতে চায়, নিজেকে নেতা বানাতে চায়। যদি এই অবস্থা নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এটিও দেশের জন্য আরেকটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।”

এই মন্তব্যের মাধ্যমে নুর মূলত রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নতুন সুবিধাবাদী প্রবণতার দিকে ইঙ্গিত করেছেন, যা গণতান্ত্রিক আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

একটা ধান্দাবাজ প্রজন্ম তৈরি হয়েছে: নুরুল হক নুর

আপডেট টাইম : ১২:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি, সম্প্রতি ‘গ্লোবাল টক শো’র অনলাইন অনুষ্ঠান ‘প্রশ্নগুলো সহজ’-এ অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা এবং তরুণদের ভূমিকাকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

তিনি বলেন, “অভ্যুত্থানের পর বিপ্লবের নামে এক ধরনের সুবিধাবাদী তরুণ প্রজন্ম গড়ে উঠছে। হঠাৎ সবাই নেতৃত্ব দিতে চায়, দেশ চালাতে চায়, সমাজসেবার নামে মাঠে নামছে। কিন্তু প্রকৃতপক্ষে, এই তরুণ গোষ্ঠীর অনেকেই আসলে গণতন্ত্র ও ন্যায়বিচারের চেয়ে নিজের সুবিধা অর্জনে বেশি আগ্রহী।”

নুর অভিযোগ করেন, “এই তথাকথিত তরুণ নেতারা আজ বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে সমন্বয়ক কিংবা দলনেতার পরিচয় নিচ্ছেন। কিন্তু গত ১৬ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে কি তাদের কাউকে রাস্তায় দেখা গেছে? কোটা আন্দোলন বাদ দিলে, ১৬ দিনও কি তারা ভোটাধিকার বা ন্যায়বিচারের জন্য মাঠে নেমেছে?”

তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা সংস্কার এনেছিলাম। এটি ছিল সীমিত সাফল্য, কিন্তু সরকার আদালতের মাধ্যমে তা আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে। তখনই ছাত্রদের উপর নিপীড়ন নেমে আসে—গুলিবর্ষণ, পুলিশি নির্যাতন, ছাত্রলীগ-যুবলীগের হামলা—যা কোনো সুস্থ বিবেকের মানুষ মেনে নিতে পারেনি।”

তিনি আরও বলেন, “আজ যেসব তরুণ ডিসি অফিস, ইউএন অফিস বা সচিবালয়ের আশপাশে নেতৃত্ব দাবি করছে, তাদের অনেকে আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর লুটেরা চরিত্রে পরিণত হচ্ছে। যদি সুযোগ পায়, এরা দেশকে আরও ভয়াবহভাবে শোষণ করতে পারে।”

সতর্ক করে তিনি বলেন, “তরুণ নেতৃত্বের মূল হাতিয়ার এখন রাজনীতি। সাইনবোর্ডে রাজনীতি লেখা, বাস্তবে ব্যক্তিস্বার্থে দৌড়। সে দল গঠন করছে, এলাকায় নির্বাচন করতে চায়, নিজেকে নেতা বানাতে চায়। যদি এই অবস্থা নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এটিও দেশের জন্য আরেকটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।”

এই মন্তব্যের মাধ্যমে নুর মূলত রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নতুন সুবিধাবাদী প্রবণতার দিকে ইঙ্গিত করেছেন, যা গণতান্ত্রিক আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

নিউজ লাইট ৭১