ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: আটক ৩

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 16

প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় নুরুল হক নামে এক হকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার বিতারা ইউনিয়নের উত্তর বিতারা গ্রামের প্রতিবন্ধী জাহাঙ্গীর খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে কচুয়া থানার পুলিশ।

নিহত ওই গ্রামের খলিফা বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে। আটককৃতরা হলেন, ওই গ্রামের হযরত আলীর ছেলে গ্রাম্য পুলিশ জালাল উদ্দিন, সৈকত আলীর ছেলে আমান উল্লাহ ও মুসলিমের ছেলে রফিকুল ইসলাম।

নিহতের স্ত্রী জাহানারা বেগম জানান, আমার স্বামীকে ঐ গ্রামের আব্দুর রহিমের ছেলে শুক্কুর আলী, হযরত আলীর ছেলে গ্রাম্য পুলিশ জালাল উদ্দিন ও ওসমান গনির ছেলে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে খবর দিয়ে নিয়ে তার নতুন বাড়িতে রাত সাড়ে ১০টায় চাপাটি ও রামদাও দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আমার স্বামীর হত্যা কাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। 

নিহতর ভাই আল-আমিন ও মহাসিন জানান, আমার ভাই নুরুল হক একজন ভালো মানুষ ছিলেন। শুকুর আলী, জাহাঙ্গীর আলম, জালাল সহ একদল সন্ত্রাসী বাহিনী  আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি। 

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হসপিটালে পাঠানো হয়েছে। হত্যাকান্ড জড়িত সন্দেহভাজন ৩জনকে আটক করা হয়েছে। মূল আসামি শুক্কুর আলী সহ যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: আটক ৩

আপডেট টাইম : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

চাঁদপুরের কচুয়ায় নুরুল হক নামে এক হকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার বিতারা ইউনিয়নের উত্তর বিতারা গ্রামের প্রতিবন্ধী জাহাঙ্গীর খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে কচুয়া থানার পুলিশ।

নিহত ওই গ্রামের খলিফা বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে। আটককৃতরা হলেন, ওই গ্রামের হযরত আলীর ছেলে গ্রাম্য পুলিশ জালাল উদ্দিন, সৈকত আলীর ছেলে আমান উল্লাহ ও মুসলিমের ছেলে রফিকুল ইসলাম।

নিহতের স্ত্রী জাহানারা বেগম জানান, আমার স্বামীকে ঐ গ্রামের আব্দুর রহিমের ছেলে শুক্কুর আলী, হযরত আলীর ছেলে গ্রাম্য পুলিশ জালাল উদ্দিন ও ওসমান গনির ছেলে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে খবর দিয়ে নিয়ে তার নতুন বাড়িতে রাত সাড়ে ১০টায় চাপাটি ও রামদাও দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আমার স্বামীর হত্যা কাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। 

নিহতর ভাই আল-আমিন ও মহাসিন জানান, আমার ভাই নুরুল হক একজন ভালো মানুষ ছিলেন। শুকুর আলী, জাহাঙ্গীর আলম, জালাল সহ একদল সন্ত্রাসী বাহিনী  আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি। 

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হসপিটালে পাঠানো হয়েছে। হত্যাকান্ড জড়িত সন্দেহভাজন ৩জনকে আটক করা হয়েছে। মূল আসামি শুক্কুর আলী সহ যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

নিউজ লাইট ৭১