ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ডাকাতির অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 17

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ঈদের দিন রাতে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি কারখানায় ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) রাত ৩টার দিকে বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৭ থেকে ১০ জনের অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। এরপর সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “কারখানার মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্তে কাজ চলছে।”

কারখানার পরিচালক ওসমান মাহমুদ বলেন, “রাতে ডাকাতরা ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ডাকাতির অভিযোগ

আপডেট টাইম : ১২:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

ঢাকার ধামরাইয়ে ঈদের দিন রাতে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি কারখানায় ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) রাত ৩টার দিকে বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৭ থেকে ১০ জনের অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। এরপর সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “কারখানার মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্তে কাজ চলছে।”

কারখানার পরিচালক ওসমান মাহমুদ বলেন, “রাতে ডাকাতরা ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

নিউজ লাইট ৭১