ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে বহুতল ভবনে আগুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। চিতলমারী থানার ওসি এস এম শাহদাৎ হোসেন আগুনে ওই নারীর মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে চিতলমারী উপজেলা সদরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়।

পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবু বক্কর জানান।

নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় এবং আগুনে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে, এটা ধোঁয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাগেরহাটে বহুতল ভবনে আগুন

আপডেট টাইম : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। চিতলমারী থানার ওসি এস এম শাহদাৎ হোসেন আগুনে ওই নারীর মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে চিতলমারী উপজেলা সদরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়।

পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবু বক্কর জানান।

নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় এবং আগুনে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে, এটা ধোঁয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।

নিউজ লাইট ৭১