ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সব বিভাগেই আজ বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 25

ছবি: ইন্টারনেট

দেশের প্রায় সব বিভাগেই আজ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কিছু স্থানে এমন আবহাওয়া দেখা দিতে পারে।

তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তীদিন, অর্থাৎ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায়—ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে বৃহস্পতিবার রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির প্রভাবে কিছুটা স্বস্তি মিললেও, বৈরি আবহাওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সব বিভাগেই আজ বৃষ্টি হতে পারে

আপডেট টাইম : ১২:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

দেশের প্রায় সব বিভাগেই আজ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কিছু স্থানে এমন আবহাওয়া দেখা দিতে পারে।

তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তীদিন, অর্থাৎ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায়—ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে বৃহস্পতিবার রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির প্রভাবে কিছুটা স্বস্তি মিললেও, বৈরি আবহাওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

নিউজ লাইট ৭১