ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 11

ছবি: ইন্টারনেট

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকায়, যা এত দিন ছিল ১৭৫ টাকা।

খোলা সয়াবিন ও পাম তেলের দামও লিটারপ্রতি ১২ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে এই দুই ধরনের খোলা তেল বিক্রি হবে ১৬৯ টাকা লিটার দরে, যা আগে ছিল ১৫৭ টাকা।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যেখানে পূর্ববর্তী দাম ছিল ৮৫২ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবের ভিত্তিতেই এ দাম নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল (রবিবার) থেকে নতুন মূল্য কার্যকর হবে।

মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানি ও উৎপাদনে আগের ভ্যাট ছাড় শেষ হয়ে গেছে।

সরকার এর আগে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছিল এবং স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়েও ভ্যাট অব্যাহতি দিয়েছিল।

তবে এই সুবিধার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ায় বর্তমানে আমদানি ও উৎপাদনে আবারও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

ভ্যাট পুনরায় আরোপের কারণে প্রকৃতপক্ষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হওয়া উচিত ছিল ১৯৮ টাকা। তবে ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনায় ৮ শতাংশ হারে দাম সমন্বয় করে তা ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সমিতি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম

আপডেট টাইম : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকায়, যা এত দিন ছিল ১৭৫ টাকা।

খোলা সয়াবিন ও পাম তেলের দামও লিটারপ্রতি ১২ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে এই দুই ধরনের খোলা তেল বিক্রি হবে ১৬৯ টাকা লিটার দরে, যা আগে ছিল ১৫৭ টাকা।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যেখানে পূর্ববর্তী দাম ছিল ৮৫২ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবের ভিত্তিতেই এ দাম নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল (রবিবার) থেকে নতুন মূল্য কার্যকর হবে।

মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানি ও উৎপাদনে আগের ভ্যাট ছাড় শেষ হয়ে গেছে।

সরকার এর আগে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছিল এবং স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়েও ভ্যাট অব্যাহতি দিয়েছিল।

তবে এই সুবিধার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ায় বর্তমানে আমদানি ও উৎপাদনে আবারও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

ভ্যাট পুনরায় আরোপের কারণে প্রকৃতপক্ষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হওয়া উচিত ছিল ১৯৮ টাকা। তবে ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনায় ৮ শতাংশ হারে দাম সমন্বয় করে তা ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সমিতি।

নিউজ লাইট ৭১