দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকা

- আপডেট টাইম : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 15
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। নগরীর বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তালিকায় রয়েছে চীনে চারটি শহর। এর মধ্যে চীনের ক্যানটন (২৯৬), চংকিং (২০০)। এ দুই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর। শেনজেন (১৮৭) ও চীনের চেংডু শহর (১৮০) যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বিবেচিত হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য। ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
নিউজ লাইট ৭১