শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ

- আপডেট টাইম : ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 19
মাদারীপুরে আওয়ামী লীগপন্থিদের নিয়ে পৌর শ্রমিক দলের কমিটি গঠন করার অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি (৩২) নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি ও নতুন মাদারীপুর গ্রামের মোফাজ্জেল মুন্সির ছেলে।
তার হত্যাকাণ্ডের ঘটনায় লিটন হাওলাদার নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনি শহরের বিসিক শিল্পনগরী এলাকার মফেজ হাওলাদারের ছেলে। অপর অভিযুক্ত লিটনের ভাতিজা আল আমিন হাওলাদার। তার বাবার নাম আলমগীর হাওলাদার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রমিকদল নেতা শাকিল মুন্সির সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার লিটন হাওলাদারের বিরোধ চলছিল। এরই জেরে নতুন মাদারীপুর এলাকায় একা পেয়ে শাকিলের ওপর হামলা চালায় লিটন ও তার ভাতিজা আল আমিনসহ ১৫-২০ জন। শাকিলকে তারা অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় শাকিলের।
নিহত শাকিলের ভাই রনজু মুন্সিসহ পরিবারের সদস্যদের দাবি, লিটন হাওলাদারকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি হিসেবে সম্প্রতি কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করে সদর উপজেলার শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটন। পরে তিনি ও তার ভাতিজা আল আমিনকে সঙ্গে নিয়ে শাকিলের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নিউজ লাইট ৭১