অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন

- আপডেট টাইম : ০২:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 36
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘসময় খাবার ও পানীয় গ্রহণ না করায় একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, তৎক্ষণাৎ সহপাঠীরা তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে অনশনরত ইউসুফ নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ইউসুফ অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।
এদিকে গতকাল দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
অসুস্থ দুই শিক্ষার্থী হলেন, তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান।
অনশনরত শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজ পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে। এখন পর্যন্ত আমাদের ১০/১২ জন অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সরকার যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
নিউজ লাইট ৭১