হাতিরঝিলে ‘কিশোর গ্যাং’ গ্রুপের ১১২ সদস্য আটক
- আপডেট টাইম : ০১:০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
- / 193
কথিত কিশোর গ্যাং কালচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকা ঘেরাও করে (ব্লক রেইড) ১১২ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, ঝিলপাড়, উলন এলাকার গলিমুখ ঘেরাও করে এই অভিযান চালায় পুলিশের ছয়টি টিম।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘ছুটির দিনের প্রধান অবকাশকালীন এলাকা হাতিরঝিলে কিশোর গ্যাং গ্রুপের উৎপাত বেড়ে গেছে। এই এলাকায় যারা ঘুরতে আসে, তাদের অনেকেই কিশোর গ্যাং গ্রুপের ব্যাপারে পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ১১২ কিশোরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি মোটরসাইকেল আটক করে থানায় নেওয়া হয়েছে।’
পুলিশ জানায়, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হাতিরঝিলের সাড়ে সাত কিলোমিটার চক্রাকার সড়কপথে কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের আনাগোনা থাকে। এ কারণে এ এলাকায় পরিবারসহ ঘুরতে এলে চরম ভোগান্তিতে পড়তে হয়। বেপরোয়া গতির মোটরবাইকের বিকট শব্দে এক মিনিটের জন্যও স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় না।
আটক কিশোরদের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য কি না জানতে চাইলে ওসি বলেন, ‘অভিভাবকদের থানায় আসার জন্য অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাই করে নিরপরাধদের মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে ছেড়ে দেওয়া হবে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিশেষ করে বিনা ড্রাইভিং লাইসেন্সে যারা মোটরসাইকেল চালিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। অন্য অভিযোগগুলোর বিষয়ে কিশোরদের আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হবে।’
পুলিশ জানায়, তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) আনিছুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত উপকমিশনারের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মর্যাদার পুলিশ কর্মকর্তার নেতৃত্বে মোট ছয়টি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে।
ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বলেন, ‘বিভিন্ন সময়ে হাতিরঝিলে এসে মানুষজন ছিনতাই, ইভ টিজিংসহ নানা ধরনের অপরাধের শিকার হয়। বেশির ভাগের অভিযোগ ছিল হাতিরঝিল এলাকার কিশোরদের বিরুদ্ধে।
এ ছাড়া ৯৯৯-এ সাধারণ মানুষের অভিযোগ, থানা ও ডিসি অফিসে অভিযোগ এবং আমাদের গোয়েন্দা নজরদারির পর আজ (গতকাল) হাতিরঝিল এলাকাজুড়ে অভিযান চালানো হয়।