ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মারধরের পর পায়ের নিচে ফেলে শহর ঘোরানো হল ছাত্রলীগ কর্মীকে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 20

ছবি: সংগৃহীত

নাটোরে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রলীগের এক কর্মীকে অটোরিকশায় শুইয়ে পিঠের ওপর জুতা পায়ে চেপে ধরে শহর ঘোরানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।

রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে অটোরিকশায়ে তুলে পিঠে ও কোমড়ে পা দিয়ে চেপে ধরে শহর ঘোরানো হচ্ছে।

ভুক্তভোগী ছাত্রলীগকর্মী ফয়সাল হোসেন কদর বলেন, আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের সঙ্গে রাজনীতি করে।

তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুইয়ে ডিভাইডারের সঙ্গে বারবার মারছিল। এসময় আমার পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা। এভাবে পুরো শহর ঘুরায়। আমি বারবার বলছিলাম আমার অপরাধ কি? তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা-মার কাছে তুলে দেয় তারা।

ঘটনার পর থেকে ছাত্রদল নেতা নাঈম ও রিমনের খোঁজ পাওয়া যায়নি। তাদের ফোনও বন্ধ। ফলে তাদের বক্তব্য নেয়া যায়নি।

নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ‘ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থী তাকে মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেই। বিষয়টি মোটেও ভালো হয়নি।’

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনও আমি জানি না। কেউ অভিযোগও দেননি।’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মারধরের পর পায়ের নিচে ফেলে শহর ঘোরানো হল ছাত্রলীগ কর্মীকে

আপডেট টাইম : ১১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

নাটোরে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রলীগের এক কর্মীকে অটোরিকশায় শুইয়ে পিঠের ওপর জুতা পায়ে চেপে ধরে শহর ঘোরানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।

রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে অটোরিকশায়ে তুলে পিঠে ও কোমড়ে পা দিয়ে চেপে ধরে শহর ঘোরানো হচ্ছে।

ভুক্তভোগী ছাত্রলীগকর্মী ফয়সাল হোসেন কদর বলেন, আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের সঙ্গে রাজনীতি করে।

তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুইয়ে ডিভাইডারের সঙ্গে বারবার মারছিল। এসময় আমার পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা। এভাবে পুরো শহর ঘুরায়। আমি বারবার বলছিলাম আমার অপরাধ কি? তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা-মার কাছে তুলে দেয় তারা।

ঘটনার পর থেকে ছাত্রদল নেতা নাঈম ও রিমনের খোঁজ পাওয়া যায়নি। তাদের ফোনও বন্ধ। ফলে তাদের বক্তব্য নেয়া যায়নি।

নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ‘ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থী তাকে মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেই। বিষয়টি মোটেও ভালো হয়নি।’

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনও আমি জানি না। কেউ অভিযোগও দেননি।’

নিউজ লাইট ৭১