ছিনতাইকারীর ছুরির আঘাতে দারাজ-এর কর্মী নিহত

- আপডেট টাইম : ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 19
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীরই ছুরির আঘাতে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ-এর কর্মী আরমান হোসেন নিহত হয়েছেন।
ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পাঞ্চল পলিটেক এলাকায় আরমানকে ছুরি দিয়ে আঘাত করলে তাকে তার স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেন। তবে শেষ রক্ষা হয়নি তার।
রাত ৯টার দিকে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরমান হোসেনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা রাজু গণমাধ্যমকে জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে আরমানসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে কথা বলছিলেন। একপর্যায়ে আরমান প্রস্রাব করার কথা বলে রাস্তার পাশে অন্ধকারে যান। একটু পরই অন্ধকার থেকে তিনি চিৎকার করতে থাকেন। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে তিন-চার জন ছিনতাইকারী ঐ জায়গা থেকে দৌড়ে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আরমানকে খুজেঁ পাওয়া যায়।
জানা যায়, আরমানের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। পরিবার নিয়ে তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় থাকেন।
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিউজ লাইট ৭১