ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আজ প্রপোজ ডে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 24

ছবি: সংগৃহীত

ভ্যালেন্টাইন’স সপ্তাহ শুরু হয়েছে রোজ ডে দিয়ে। আজ প্রপোজ ডে। তাই আপনার পছন্দের মানুষটিকে প্রপোজ করার আজই মোক্ষম দিন। আপনি যদি প্রিয় মানুষকে আজ মনের কথা বলনে, তাহলে ‘না’ শুনতে হবে না।

অনেকেই সারা বছর অপেক্ষা করেন ভালোবাসার দিবসটির জন্য। প্রেমের জন্য আবার নির্দিষ্ট দিনক্ষণ হয় নাকি? সারা বছরই তো ভালোবাসার সময়। তবু এই সময় যেন আকাশে বাতাসে প্রেমের গন্ধ উতলা করে তোলে সবাইকে। যাকে মনে মনে ভালোবাসেন, তাঁর কাছে মনের কথা প্রকাশ করতে কে না চায়। কিন্তু মনের কথা প্রিয় মানুষকে জানানোর পথে একটাই বাধা আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তা হলে প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা। প্রেমের প্রস্তাবে যদি প্রিয় মানুষটি না করে দেন, তাহলে জীবন বুঝি বৃথা হয়ে যায়।

গতকাল যদি আপনি কাউকে গোলাপ দিয়ে থাকেন, তবে আপনি আপনার কাজে অনেকটাই এগিয়ে আছেন। এক্ষেত্রে সরাসরি যদি প্রশ্ন করতে না পারেন, তবে সাহায্য নিতে পারেন ইন্টারনেটের। মিমস, জোকস এবং মুভি ডায়ালগ পাঠিয়ে কিছুটা অনুমান করাতে পারেন। যদি দেখে কাজ হয়েছে, তবে সরাসরি প্রপোজ করুন।

ভ্যালেন্টাইন’স উইক শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে, আজ প্রপোজ ডে এবং কাল চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি), টেডি ডে (১০ ফেব্রুয়ারি), প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি), হাগ ডে (১২ ফেব্রুয়ারি), কিস ডে (১৩ ফেব্রুয়ারি) এবং অবশ্যই গ্র্যান্ড ফিনালে-ভ্যালেন্টাইন’স ডে (১৪ ফেব্রুয়ারি)। ভালোবাসা ভরা থাক এই সপ্তাহ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজ প্রপোজ ডে

আপডেট টাইম : ১২:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ভ্যালেন্টাইন’স সপ্তাহ শুরু হয়েছে রোজ ডে দিয়ে। আজ প্রপোজ ডে। তাই আপনার পছন্দের মানুষটিকে প্রপোজ করার আজই মোক্ষম দিন। আপনি যদি প্রিয় মানুষকে আজ মনের কথা বলনে, তাহলে ‘না’ শুনতে হবে না।

অনেকেই সারা বছর অপেক্ষা করেন ভালোবাসার দিবসটির জন্য। প্রেমের জন্য আবার নির্দিষ্ট দিনক্ষণ হয় নাকি? সারা বছরই তো ভালোবাসার সময়। তবু এই সময় যেন আকাশে বাতাসে প্রেমের গন্ধ উতলা করে তোলে সবাইকে। যাকে মনে মনে ভালোবাসেন, তাঁর কাছে মনের কথা প্রকাশ করতে কে না চায়। কিন্তু মনের কথা প্রিয় মানুষকে জানানোর পথে একটাই বাধা আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তা হলে প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা। প্রেমের প্রস্তাবে যদি প্রিয় মানুষটি না করে দেন, তাহলে জীবন বুঝি বৃথা হয়ে যায়।

গতকাল যদি আপনি কাউকে গোলাপ দিয়ে থাকেন, তবে আপনি আপনার কাজে অনেকটাই এগিয়ে আছেন। এক্ষেত্রে সরাসরি যদি প্রশ্ন করতে না পারেন, তবে সাহায্য নিতে পারেন ইন্টারনেটের। মিমস, জোকস এবং মুভি ডায়ালগ পাঠিয়ে কিছুটা অনুমান করাতে পারেন। যদি দেখে কাজ হয়েছে, তবে সরাসরি প্রপোজ করুন।

ভ্যালেন্টাইন’স উইক শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে, আজ প্রপোজ ডে এবং কাল চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি), টেডি ডে (১০ ফেব্রুয়ারি), প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি), হাগ ডে (১২ ফেব্রুয়ারি), কিস ডে (১৩ ফেব্রুয়ারি) এবং অবশ্যই গ্র্যান্ড ফিনালে-ভ্যালেন্টাইন’স ডে (১৪ ফেব্রুয়ারি)। ভালোবাসা ভরা থাক এই সপ্তাহ।

নিউজ লাইট ৭১