ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী বুশরা বিয়ের পিঁড়িতে বসলেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / 55

দীর্ঘদিনের প্রেমিক আসিফ নাওয়াব চিশতীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। ১৭ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তাঁদের বাগদান ও আকদের অনুষ্ঠান হয়। তবে সে সময় আয়োজনটা হয়েছিল ঘরোয়াভাবে, উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্য ও নিকটাত্ময়ীরা। জানা গিয়েছিল, বিয়ের আনুষ্ঠানিকতা হবে ডিসেম্বরে। এবার পাক্কা ৬ মাস পর সেটাই হলো। 

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বুশরা-চিশতীর বিবাহত্তোর সংবর্ধনা। এদিন সম্পূর্ণ বিয়ের আবহেই দেখা যায় নবদম্পতিকে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয় তাঁদের গায়ে হলুদ পর্ব।

বিয়েতে বুশরা পরেছিলেন হালকা গোলাপি রঙের বেনারসি। শাড়ি-গয়নায় অপরূপা সেজে হাজির হয়েছিলেন তিনি। আর বর চিশতীর পরনে ছিল কালো শেরওয়ানি, মাথায় ম্যাচিং করা গোলাপি পাগড়ি।

ভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভ
বুশরার বিবাহত্তোর সংবর্ধনায় উপস্থিত ছিলেন মিডিয়া ও শোবিজের অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁরা।

গায়িকা জানান, ব্যবসায়ী আসিফের সঙ্গে তাঁর পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তবে পিএইচডি করতে বছর পাঁচেক ভারতে ছিলেন বুশরা। ফলে দুজনের কথা হতো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। সম্পর্ক গাঢ় হওয়ার পর দুজনেই উপলব্ধি করলেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান।

ভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভ
বুশরার বিবাহত্তোর সংবর্ধনায় উপস্থিত ছিলেন মিডিয়া ও শোবিজের অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁরা।

গায়িকা জানান, ব্যবসায়ী আসিফের সঙ্গে তাঁর পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তবে পিএইচডি করতে বছর পাঁচেক ভারতে ছিলেন বুশরা। ফলে দুজনের কথা হতো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। সম্পর্ক গাঢ় হওয়ার পর দুজনেই উপলব্ধি করলেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কণ্ঠশিল্পী বুশরা বিয়ের পিঁড়িতে বসলেন

আপডেট টাইম : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

দীর্ঘদিনের প্রেমিক আসিফ নাওয়াব চিশতীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। ১৭ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তাঁদের বাগদান ও আকদের অনুষ্ঠান হয়। তবে সে সময় আয়োজনটা হয়েছিল ঘরোয়াভাবে, উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্য ও নিকটাত্ময়ীরা। জানা গিয়েছিল, বিয়ের আনুষ্ঠানিকতা হবে ডিসেম্বরে। এবার পাক্কা ৬ মাস পর সেটাই হলো। 

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বুশরা-চিশতীর বিবাহত্তোর সংবর্ধনা। এদিন সম্পূর্ণ বিয়ের আবহেই দেখা যায় নবদম্পতিকে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয় তাঁদের গায়ে হলুদ পর্ব।

বিয়েতে বুশরা পরেছিলেন হালকা গোলাপি রঙের বেনারসি। শাড়ি-গয়নায় অপরূপা সেজে হাজির হয়েছিলেন তিনি। আর বর চিশতীর পরনে ছিল কালো শেরওয়ানি, মাথায় ম্যাচিং করা গোলাপি পাগড়ি।

ভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভ
বুশরার বিবাহত্তোর সংবর্ধনায় উপস্থিত ছিলেন মিডিয়া ও শোবিজের অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁরা।

গায়িকা জানান, ব্যবসায়ী আসিফের সঙ্গে তাঁর পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তবে পিএইচডি করতে বছর পাঁচেক ভারতে ছিলেন বুশরা। ফলে দুজনের কথা হতো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। সম্পর্ক গাঢ় হওয়ার পর দুজনেই উপলব্ধি করলেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান।

ভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভ
বুশরার বিবাহত্তোর সংবর্ধনায় উপস্থিত ছিলেন মিডিয়া ও শোবিজের অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁরা।

গায়িকা জানান, ব্যবসায়ী আসিফের সঙ্গে তাঁর পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তবে পিএইচডি করতে বছর পাঁচেক ভারতে ছিলেন বুশরা। ফলে দুজনের কথা হতো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। সম্পর্ক গাঢ় হওয়ার পর দুজনেই উপলব্ধি করলেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান।

নিউজ লাইট ৭১