নেট দুনিয়ায় আগুন ঝরাচ্ছেন ঝুমা বৌদি
- আপডেট টাইম : ০৬:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / 98
গোয়ার বিচে আগুন জ্বালালেন ‘দুপুর ঠাকুরপো’র ঝুমা বৌদি ওরফে মোনালিসা। এছাড়া, তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় আছেন। ‘টপলেস’ অবতারে এর আগেও দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ কিন্তু এবার হটনেসের বিচারে আগের সব ফটোশ্যুটকে ছাপিয়ে গিয়েছেন ঝুমা বৌদি ৷শীত আসছে ৷ কিন্তু তাতে কী ৷ ঠান্ডা যত বাড়ছে অভিনেত্রীরা ততোই যেন উষ্ণতা ছড়াচ্ছেন ৷ এই তালিকায় অবশ্যই রাখতে হয় ঝুমা বৌদিকে ৷ স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন মোনালিসা।
নিউ নর্মাল পরিস্থিতিতে বহু তারকার মতো মোনালিসাও ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন গোয়া।
খোলা চুলে টপলেসে নেট দুনিয়ায় আগুন ঝরাচ্ছেন ঝুমা বৌদি ৷ শরীরে পোশাক বলতে প্রায় কিছুই নেই ৷ ছবিগুলি সবার নজর কেড়েছে ৷ কয়েক দিন আগেই ফুল হাতে নিয়ে ঝুমা বৌদির বেশ কয়েকটা ছবি ভাইরাল হয়েছিল। এবারের ফটোশ্যুট সেসব কিছুকে ছাপিয়ে গিয়েছে।
নিউজ লাইট ৭১