যমজ দুই বোনকে ‘গামছা দিয়ে বেঁধে’ ধর্ষণ!
- আপডেট টাইম : ০৬:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / 103
রাজধানীতে ১১ বছর বয়সী যমজ দুই বোনকে কৌশলে ডেকে একসঙ্গে ধর্ষণের অভিযোগ উঠেছে নিকটাত্মীয় মো. ফরহাদের (২৩) বিরুদ্ধে।
জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মুগদার একটি বাসার তিন তলায় তাদের দুইজনকে ধর্ষণ করেন ধর্ষক ফরহাদ।
এদিকে গত রোববার (২২ নভেম্বর) বিকেলে এ ঘটনায় মুগদা থানায় মামলা করেন ধর্ষণের শিকার দুই শিশুর পরিবার।
এরপর পুলিশ ওই দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।
এই প্রসঙ্গে রোববার বিকেলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ঘটনাটি ঘটেছে গত বুধবার। তবে রোববার বেলা সাড়ে ৩টার দিকে ফরহাদকে আসামি করে মামলা করা হয়েছে।
এদিকে ধর্ষণের শিকার দুই শিশুকে এখন ঢাকা মেডিকেলের ওসিসিতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ধর্ষককে ধরতে অভিযান অব্যাহত আছে।
ঘটনা প্রসঙ্গে ওসি প্রলয় কুমার সাহা আরও বলেন, শিশু দুটির বাসা এবং ধর্ষকের বাসা সামনা সামনি। ঘটনার দিন ফরহাদ ওই দুই শিশুকে মিথ্যা বলে তার বাসায় ডেকে নিয়ে যায়। তখন ফরহাদের বাসায় কেউই ছিল না। এই সুযোগে এক বোনকে গামছা দিয়ে বেঁধে অন্যজনকে ধর্ষণ করে। পরে তাকে বেঁধে ফরহাদ দ্বিতীয় বোনকে ধর্ষণ করে।
মামলা প্রসঙ্গে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল করিম জানান, বুধবার দুপুরে ঘটনাটি ঘটার পর শিশুদের খালা জানতে পারলে, তিনি বাদী হয়ে থানায় মামলা করেন।
নিউজ লাইট ৭১