ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমী’র জন্মদিন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • / 106

৭১: মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, শুকরিয়া আমার জীবনসঙ্গী ও বাংলাদেশের মানুষের কাছে যিনি অনেক অনেক প্রিয় একজন মানুষ, অনেক প্রিয় নায়িকা সেই প্রিয়দর্শিনীর জন্মদিনের সূচনা লগ্ন’টা এতোটা আলোকিত এবং বর্ণাঢ্য ছিলো যে আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।

জন্মদিনের শুরুটা ছিলো গানের ডালি’তে সরাসরি মৌসুমীর উপস্থিতি দিয়ে। রাত নয়টায় আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার-যাকে আমি বাবা বলেই সম্বোধন করি, তারই সুযোগ্য ছেলে আমাদের প্রিয় উপলের প্রতিষ্ঠান ক্রিমসন কাপ’-এ (গুলশান) মৌসুমী’র জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়।

সেখানে প্রিয় প্রিয় মানুষদের সান্নিধ্যে মৌসুমী ছিলো বেশষ উচ্ছিসত। উপলের আন্তরিকতায় সবসময়ই মুগ্ধ হই আমি, আমরা, গতকাল আবারো মুগ্ধ হলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চমৎকার একটি কেক কেটে জন্মদিন উদযাপনের যাত্রা শুরু হয়।

বাসায় ফিরে আমার শ্যালিকা আমার ছোট বোন পপি (মৌসুমীর ছবি সম্বিলত বড় কেকটি তার দেয়া বিশেষ উপহার), বন্ধু অমিত, ফিল্ম ক্লাবের জাহিদ হোসেন শোভন, পলাশ’কে নিয়ে কেক কাটি এবং কিছুটা আনন্দ করার চেষ্টা করি আমাদের মতো করেই।

চ্যানেল আইকে ধন্যবাদ রাত বারোটায় ফুলের তোড়া এবং ফলের ঝুড়ি পাঠিয়ে সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য। ফিল্ম ক্লাবের সদস্যরাও মৌসুমী’কে ফুলেল শুভেচ্ছা জানায়। আর অনলাইনে দেশব্যাপী মৌসুমী ভক্তরা মৌসুমীর সঙ্গে অনলাইনে ছিলোই।

পেছনে থেকে সবসময়ের মতো সহযোগিতা করেছে স্নেহের ছোট ভাই অভি মঈনুদ্দীন। আর আজ আমার ফ্যান ক্লাব অর্থাৎ ওমরসানী ফ্যান ক্লাব থেকে মৌসুমীকে শুভেচ্ছা জানানো হবে।গতকালই মৌসুমী’র ফ্যান ক্লাব থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং কেকও পাঠানো হয়েছে। আমি দেশবাসীর কাছে আমার সহধর্মিনী, আপনাদের প্রিয় মৌসুমীর জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তাকে নেক হায়াত দান করেন আমীন।

Tag :

শেয়ার করুন

মৌসুমী’র জন্মদিন

আপডেট টাইম : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

৭১: মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, শুকরিয়া আমার জীবনসঙ্গী ও বাংলাদেশের মানুষের কাছে যিনি অনেক অনেক প্রিয় একজন মানুষ, অনেক প্রিয় নায়িকা সেই প্রিয়দর্শিনীর জন্মদিনের সূচনা লগ্ন’টা এতোটা আলোকিত এবং বর্ণাঢ্য ছিলো যে আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।

জন্মদিনের শুরুটা ছিলো গানের ডালি’তে সরাসরি মৌসুমীর উপস্থিতি দিয়ে। রাত নয়টায় আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার-যাকে আমি বাবা বলেই সম্বোধন করি, তারই সুযোগ্য ছেলে আমাদের প্রিয় উপলের প্রতিষ্ঠান ক্রিমসন কাপ’-এ (গুলশান) মৌসুমী’র জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়।

সেখানে প্রিয় প্রিয় মানুষদের সান্নিধ্যে মৌসুমী ছিলো বেশষ উচ্ছিসত। উপলের আন্তরিকতায় সবসময়ই মুগ্ধ হই আমি, আমরা, গতকাল আবারো মুগ্ধ হলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চমৎকার একটি কেক কেটে জন্মদিন উদযাপনের যাত্রা শুরু হয়।

বাসায় ফিরে আমার শ্যালিকা আমার ছোট বোন পপি (মৌসুমীর ছবি সম্বিলত বড় কেকটি তার দেয়া বিশেষ উপহার), বন্ধু অমিত, ফিল্ম ক্লাবের জাহিদ হোসেন শোভন, পলাশ’কে নিয়ে কেক কাটি এবং কিছুটা আনন্দ করার চেষ্টা করি আমাদের মতো করেই।

চ্যানেল আইকে ধন্যবাদ রাত বারোটায় ফুলের তোড়া এবং ফলের ঝুড়ি পাঠিয়ে সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য। ফিল্ম ক্লাবের সদস্যরাও মৌসুমী’কে ফুলেল শুভেচ্ছা জানায়। আর অনলাইনে দেশব্যাপী মৌসুমী ভক্তরা মৌসুমীর সঙ্গে অনলাইনে ছিলোই।

পেছনে থেকে সবসময়ের মতো সহযোগিতা করেছে স্নেহের ছোট ভাই অভি মঈনুদ্দীন। আর আজ আমার ফ্যান ক্লাব অর্থাৎ ওমরসানী ফ্যান ক্লাব থেকে মৌসুমীকে শুভেচ্ছা জানানো হবে।গতকালই মৌসুমী’র ফ্যান ক্লাব থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং কেকও পাঠানো হয়েছে। আমি দেশবাসীর কাছে আমার সহধর্মিনী, আপনাদের প্রিয় মৌসুমীর জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তাকে নেক হায়াত দান করেন আমীন।