প্রেমিকের সঙ্গে পূজা দেখতে গিয়ে এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার।
- আপডেট টাইম : ০৬:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / 105
৭১: বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিকের সঙ্গে পূজা দেখতে গিয়ে এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয় চার যুবক ধর্ষণের ঘটনা দেখে ধর্ষক ও কলেজছাত্রীতে তুলে নিয়ে তিন কিলোমিটার দূরে একটি স্কুলকক্ষে আটক রেখে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার আগৈলঝড়া থানায় মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ধর্ষির্তা ওই কলেজ ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলা বাকাল গ্রামের অসিম মন্ডলের ছেলে নয়ন মন্ডলের।
প্রেমের সূত্র ধরে, নয়ন মন্ডল এর সঙ্গে ওই ছাত্রী অষ্টমী পূজার দিন ২৪ অক্টোবর রাতে দু’জনে ঘুরতে যায়। দু’জনে ঘুরতে গিয়ে জোবারপাড় ইটের ভাটা নামক স্থানে বসে প্রেমিক তার প্রেমিকাকে ধর্ষণ করে।
এসময় এঘটনা দেখে ফেলে বাকাল গ্রামের সুন্দর আলী ফকিরের ছেলে ইমু ফকির, রুস্তম পাইকের ছেলে সুজন পাইক,অমল বাঘলের ছেলে সুমন বাঘোল, আব্দুল মালেক মিয়ার ছেলে পারভেজ মিয়া।
তারা ওই কলেজ ছাত্রী ও প্রেমিক নয়নকে তুলে নিয়ে প্রায় তিন কিলোমিটার দুরে বাকালহাট নাম স্থানে একটি বিদ্যালয়ে ভিন্ন দুটি কক্ষে আটক রাখে তাদেরকে। ওই যুবকরা আটক রাখা কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নয়ন মন্ডলের বিরুদ্ধে ধর্ষণ ও অন্য যুবকদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। যার নং-১৩।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকতা এসআই তৈয়বুর রহমান সাংবাদিকদের জানান, ধর্ষিতা ওই কলেজছাত্রী থানায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ধর্ষিতা ওই কলেজছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।