আধা ঘণ্টায় ৩৮ পয়েন্ট বাড়ল শেয়ারবাজারে
- আপডেট টাইম : ০৪:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 100
৭১: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম আধাঘণ্টায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ৯ পয়েন্ট বেড়েছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৯টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৮১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।