সীমান্ত থেকে নারীসহ মানবপাচারে জড়িত ৩ ব্যক্তি আটক
- আপডেট টাইম : ১১:২৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / 7
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় এক নারীসহ মানবপাচারের সাথে জড়িত ৩ ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বডার গার্ড বিজিবি। মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরার লক্ষীদাঁড়ী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের সময় ভারত থেকে অবৈধ ভাবে ভোমরা সীমান্তের সীমান্ত পিলার ৪/২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাঁড়ী নামক স্থানে প্রবেশ করলে সানজিদা (১৯) নামে এক নারীকে আটক করে ভোমরা বিওপির বিজিবি’র জোয়ানরা।
এসময় তার কাছ থেকে ৩৫হাজার টাকা মূল্যের ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করে। সে বাংলাদেশী নাগরিক। তার বাড়ী নারায়নগঞ্জ জেলার বন্দর থানা ও বন্দর গ্রামে। তার পিতার নাম আব্দুল মান্নান।
তার সাথে থাকা পাচারকারী চক্রের দুই সদস্য সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের তারোক মন্ডলের ছেলে অমল মন্ডল (৩২) ও রুহুল আমিনের ছেলে নুর ইসলামকে (৩০) আটক করে।
বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাবাদে মোছা. সানজিদা স্বীকার করে সে দুই মাস আগে দালালের মাধ্যমে বিনাপাসপোর্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারের সাথে জড়িত থাকার অপরাধে পাচারকারীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
নিউজ লাইট ৭১