ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 4

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূ নিজ ঘরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার সোনারপাড়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মহেশখালী থানায় মামলা করেছে।

এ বিষয়ে বুধবার রাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘পুলিশ দেরিতে খবরটি পেয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভুক্তভোগীর চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানীয় ৫-৬ জন ঘরে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এসময় তারা ঘরের আলমারি ভেঙে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জুয়েল।

মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) ডা. মাহফুজুল হক ভুক্তভোগী গৃহবধূর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, বুধবার ভোরে হঠাৎ করে কয়েকজন ঘরে ঢুকে মুখ চেপে ধরে। তাদেরকে বাঁধা দিলে ছুরি নিয়ে গলা কাটার হুমকিও দেয়।

মহেশখালী থানার ওসি জানান, ধর্ষণ ও ডাকাতির ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

আপডেট টাইম : ০২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূ নিজ ঘরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার সোনারপাড়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মহেশখালী থানায় মামলা করেছে।

এ বিষয়ে বুধবার রাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘পুলিশ দেরিতে খবরটি পেয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভুক্তভোগীর চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানীয় ৫-৬ জন ঘরে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এসময় তারা ঘরের আলমারি ভেঙে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জুয়েল।

মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) ডা. মাহফুজুল হক ভুক্তভোগী গৃহবধূর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, বুধবার ভোরে হঠাৎ করে কয়েকজন ঘরে ঢুকে মুখ চেপে ধরে। তাদেরকে বাঁধা দিলে ছুরি নিয়ে গলা কাটার হুমকিও দেয়।

মহেশখালী থানার ওসি জানান, ধর্ষণ ও ডাকাতির ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ লাইট ৭১