আঁচিল চিরতরে দূর করবে পান! যেভাবে
- আপডেট টাইম : ০৪:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / 108
৭১: আমাদের মধ্যে অনেকেরই পান খাওয়ার অভ্যাস রয়েছে। তবে পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী, তেমনি অতিরিক্ত খাওয়া ক্ষতিকরও।
তবে একটা নতুন বিষয় জানলে বেশ অবাক হবেন, পান শুধু শারীরিক নানান রোগই সারায় না, ত্বকের অনেক সমস্যার সমাধানও দেয়।
আমাদের শরীরের বিভিন্ন জায়গায় অনেকেরই আঁচিল হয়ে থাকে। যা দেখতে বেশ খারাপ দেখায়। এর কারণে সৌন্দর্য প্রকাশেও ব্যাঘাত ঘটে।
এই কারণে অনেকেই বহু দামি প্রসাধনীও ব্যবহার করে থাকেন। তার পরেও অনেকের শেষ রক্ষা হয় না। এবার চিরতরে সেই মুক্তি মিলবে পান থেকে!
অবাক হচ্ছেন? হওয়ার কোনও কারণ নেই। পান পাতাতেই আঁচিল পারে চিরতরে মুক্তি দিতে।
চলুন সেই পদ্ধতিটি জেনে নেয়া যাক
শরীরে যে কোনো স্থানে আঁচিল হলে তা পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর একটি পান সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরে সেই রস ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিন। এবার পান থেকে পাওয়া রস আঁচিলের উপর কয়েক দিন ক্রমান্বয়ে লাগান। এতে ধীরে ধীরে খসে পড়বে আঁচিল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ওই জায়গায় আর কখনোই আঁচিল হবে না।