ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই মাস পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • / 129

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর রোববার বিকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বাস্থ্যবিধি মেনে ট্রাকচালকরা বেনাপোল বন্দরে পণ্য নিয়ে প্রবেশ করছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ২৩ মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমদানি-রফতানি চালু করতে ভারতের কেন্দ্রীয় সরকার বারবার চিঠি দিলেও পশ্চিমবঙ্গ করোনার রেড জোন থাকায় তৃণমূল সরকার আমদানি-রফতানির অনুমতি দেয়নি।

ভারতে চতুর্থ দফা লকডাউন চালুর পর কেন্দ্রীয় সরকার বেশকিছু ক্ষেত্রে আনলক অন পদ্ধতি চালু করে। সে সুবাদে পশ্চিমবঙ্গ সরকার ও পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠনের নেতারা দফায় দফায় বৈঠক করে আমদানি-রফতানি শুরুর সিদ্ধান্ত নেন।

রোববার বিকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ট্রাক মালামাল ভারত থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

বেনাপোল বন্দরের পরিচালক মামুন তরফদার জানান, রোববার বিকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই ট্রাকচালক ও হেলপাররা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছে।

Tag :

শেয়ার করুন

আড়াই মাস পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

আপডেট টাইম : ০৭:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর রোববার বিকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বাস্থ্যবিধি মেনে ট্রাকচালকরা বেনাপোল বন্দরে পণ্য নিয়ে প্রবেশ করছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ২৩ মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমদানি-রফতানি চালু করতে ভারতের কেন্দ্রীয় সরকার বারবার চিঠি দিলেও পশ্চিমবঙ্গ করোনার রেড জোন থাকায় তৃণমূল সরকার আমদানি-রফতানির অনুমতি দেয়নি।

ভারতে চতুর্থ দফা লকডাউন চালুর পর কেন্দ্রীয় সরকার বেশকিছু ক্ষেত্রে আনলক অন পদ্ধতি চালু করে। সে সুবাদে পশ্চিমবঙ্গ সরকার ও পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠনের নেতারা দফায় দফায় বৈঠক করে আমদানি-রফতানি শুরুর সিদ্ধান্ত নেন।

রোববার বিকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ট্রাক মালামাল ভারত থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

বেনাপোল বন্দরের পরিচালক মামুন তরফদার জানান, রোববার বিকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই ট্রাকচালক ও হেলপাররা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছে।