ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 18

প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।  গতকাল সোমবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিদ্দিক হোসেন নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে।
নওগাঁ কারাগার ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিদ্দিক হোসেনকে অসুস্থ অবস্থায় নওগাঁ কারাগার থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ প্রসঙ্গে নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে সিদ্দিক হোসেনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।সিদ্দিক মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ৪ ফেব্রুয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।ওসি মনসুর রহমান আরও বলেন, এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে ১৩ ফেব্রুয়ারি তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয়।
আব্দুল মালেক/নিউজ লাইট ৭১
Tag :

শেয়ার করুন

চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।  গতকাল সোমবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিদ্দিক হোসেন নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে।
নওগাঁ কারাগার ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিদ্দিক হোসেনকে অসুস্থ অবস্থায় নওগাঁ কারাগার থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ প্রসঙ্গে নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে সিদ্দিক হোসেনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।সিদ্দিক মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ৪ ফেব্রুয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।ওসি মনসুর রহমান আরও বলেন, এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে ১৩ ফেব্রুয়ারি তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয়।
আব্দুল মালেক/নিউজ লাইট ৭১