শিরোনাম :
চরমপন্থি দলের সাবেক নেতাকে গলা কেটে হত্যা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 19
পাবনার সাঁথিয়ায় বাকুল ইসলাম (৪৫) নামের আত্মসমর্পণ করা চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রাতে ঘোড়ার গাড়িতে করে স্থানীয় জালাল মাস্টারের ধান পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রসঙ্গত, চলতি নভেম্বর মাসেই পাবনায় চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। এ ছাড়াও এ মাসেই পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নিউজ লাইট ৭১
Tag :