ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতিবাজরা ফুলেফেঁপে উঠছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • / 22

সরকারি চাকরি মানেই যেন আলাদীনের চেরাগ। গ্রামাঞ্চলে ছেলের সরকারি চাকরি না থাকলে তার কাছে মেয়ে পর্যন্ত বিয়ে দিতে চান না অভিভাবকরা। একদিকে সরকারি চাকরিজীবীদের নিশ্চিত-নিরাপদ ভবিষ্যৎ, অন্যদিকে বেসরকারি খাতে চাকরিরতদের দুরাবস্থাই হয়তো এর অন্যতম কারণ। যে লোকটি বিশ-পঁচিশ হাজার টাকা বেতনে সরকারি চাকরি করেন, দেখতে দেখতেই তিনি যখন বাড়ি-গাড়ি জুটিয়ে ফেলেন, বিলাসী জীবনযাপন করেন তখন কেউ তার নেপথ্য কারণ ঘাঁটতে যান না। সবাই তাকে বাহবা দিতে থাকেন, ঈর্ষা করেন  এবং নিজেদের সন্তানদেরও তারই মতো সফল (!) দেখতে চান। বাড়ি-গাড়ি ও বিলাসী জীবনযাপনকে দেখা হচ্ছে সফলতা হিসেবে, অন্যদিকে ঘুষ-দুর্নীতি তথা নৈতিক স্খলন পেয়ে যাচ্ছে প্রশ্রয়। ফলে নির্বিবাদে ফুলেফেঁপে উঠছে দুর্নীতিবাজরা।

দুর্নীতিবাজদের দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী করছে? দুদকের কমিশনার জহুরুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘একজন দুজন তো না, হাজার হাজার দুর্নীতিবাজ। আপনারা সাংবাদিকরা লিখলেই তো আমরা জানতে পারি। আসলে আমরা কয়জনের দুর্নীতি বের করব? যাদের দুর্নীতির ব্যাপারে তথ্য আসে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেই।’

কারও বেনামে সম্পদ থাকলে কি দুর্নীতি দমন কমিশনের পক্ষে সেটা জানা সম্ভব? এ সম্পর্কে দুদক কমিশনার বলেন, আমাদের তো অত জনবল নেই যে, প্রত্যেক মানুষকে ধরে ধরে তদন্ত করব। কোনো না কোনো সোর্স থেকে আমাদের কাছে অভিযোগ আসতে হবে, তখনই আমরা ব্যবস্থা নিতে পারি। এখনও আমাদের কাছে ৪-৫ হাজারের মতো অভিযোগ জমা পড়ে আছে।’

দুর্নীতির তথ্য পাওয়া ক্ষেত্রে এখনও দুর্নীতি দমন কমিশনের কাছে সংবাদ মাধ্যমের রিপোর্ট গুরুত্বপূর্ণ। কিন্তু সংবাদমাধ্যম কি সঠিকভাবে দুর্নীতির রিপোর্ট প্রকাশ করছে? সংবাদমাধ্যমেও দুর্নীতির রিপোর্ট করার মতো দক্ষ সাংবাদিক কতজন? পত্রিকা বা টেলিভিশন চ্যানেল কি তথ্য পেলে সবার দুর্নীতির খবর প্রকাশ করে? জানতে চাইলে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী সেলের প্রধান সংবাদমাধ্যমকে বলেন, ‘দুর্নীতির খবর প্রকাশের ক্ষেত্রে আমাদের বহু ধরনের বাধা আছে। প্রথমত, পত্রিকা অফিস একটা অনুসন্ধানের জন্য যে সময় ও সাপোর্ট প্রয়োজন সেটা দিতে চায় না। দুই দিন পরপরই জানতে চায় এখনও কেন রিপোর্ট হয়নি? অথচ একটা রিপোর্ট করার জন্য একমাসও লেগে যেতে পারে। আবার সব ব্যক্তির দুর্নীতির খবর প্রকাশ করা সবসময় সম্ভবও হয় না। অনুসন্ধান শুরু করার পর মালিকপক্ষের কাছে এমন জায়গা থেকে ফোন এল যে, রিপোর্টটি আর আলোর মুখ দেখে না। সব গণমাধ্যমে এটা না হলেও কিছু কিছু গণমাধ্যমে সেটা হয়।’

দুর্নীতির রিপোর্ট করার জন্য দক্ষ সাংবাদিক তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে এই সাংবাদিক বলেন, ‘দুর্নীতির রিপোর্ট করতে হলে কী ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, আমরা অনেক সময় সেটা জানি না। এর জন্য আমাদের যে প্রশিক্ষণ প্রয়োজন, সেটাও সবসময় সঠিকভাবে হচ্ছে না। দুর্নীতির বিরুদ্ধে যে পরিমাণ রিপোর্ট হওয়া প্রয়োজন সেটাও হচ্ছে না। তবে আশার কথা, সাম্প্রতিক সময়ে অনেক গণমাধ্যম দুর্নীতির রিপোর্টকে গুরুত্ব দিচ্ছে। অনেকেই চেষ্টা করছেন। কিছু কিছু ছাপা হচ্ছে। এ উদ্যোগটা অব্যাহত থাকলে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা আরও এগিয়ে যাবে। অনেক ভালো রিপোর্ট সামনে আমরা দেখব।’

সরকারি কর্মকর্তা থেকে সাধারণ মানুষ যাদের সম্পদ আছে, তাদের সবারই আয়কর রিটার্ন জমা দেয়ার কথা। বিশেষ করে সরকারি কর্মকর্তারা তো সবাই আয়কর রিটার্ন জমা দেন। তাদের হিসাবে কী সব সম্পদের বিবরণ থাকে? যদি থাকে তাহলে প্রশাসন কেন সেটা আমলে নেয় না? রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান বা পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদের হিসাব কেন তারা এতদিন দেখেনি?
রাজস্ব বিভাগের সেন্ট্রাল ইন্টেলিজেন্ট ইউনিটের সাবেক প্রধান ও সাবেক কমিশনার (ট্যাক্স পলিসি) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুল করিম সংবাদমাধ্যমকে বলেন, লাখ লাখ আয়কর ফাইলের সবগুলো পরীক্ষা করা সম্ভব নয়। প্রথমে যেটা দেখা হয়, যাদের আগের বছরের সম্পদের সঙ্গে পরের বছরের সম্পদের একটা বড় পার্থক্য আছে তাদেরগুলো। এর বাইরে দ্বৈবচয়নের ভিত্তিতে একশ’টার মধ্যে ৫টা ফাইল পরীক্ষা করা হয়। এরমধ্যে কারও সম্পদের হিসাবে সন্দেহ হলে সেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্ট ইউনিটে পাঠানো হয়।’

আয়কর রির্টানের সঙ্গে কারো সম্পদের মিল না পেলে সেন্ট্রাল ইন্টেলিজেন্ট ইউনিট কী ব্যবস্থা নেয় জানতে চাইলে আমিনুল করিম বলেন, প্রথমে আমরা খুঁজে বের করি, তার কী পরিমাণ সম্পদ আছে। তিনি কত টাকা কর ফাঁকি দিয়েছেন। সেই করের টাকা সুদসহ আমরা তার কাছে দাবি করি। সরকারি কর্মকর্তা হলে সংশ্লিষ্ট বিভাগে সেটা পাঠানো হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য।’

দুদকে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমরা দুদকে কখনও পাঠায় না। সেটা আমাদের ম্যান্ডেটও না। সংশ্লিষ্ট বিভাগ চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে পারে। সেই মামলা দুদকে যেতে পারে।’

দুর্নীতির তথ্য প্রকাশকারী সরকারি কর্মকর্তাদের সুরক্ষা দিতে ২০১১ সালে একটা নতুন আইন হয়েছে। ‘হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট-২০১০’ নামে আইনটি সংসদে পাশ হয়। আইনটি পাশ হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছিলেন, সরকারি অফিসে অধস্তন কর্মকর্তা যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতির তথ্য প্রকাশ করে দেন সেক্ষেত্রে তার হেনস্থা হওয়ার আশঙ্কা থাকে। নানাভাবে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। এজন্য দুর্নীতির তথ্য প্রকাশকারী কর্মকর্তাদের সুরক্ষা দিতে এ আইন করা হয়েছে।’ আইনটিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি সঠিক তথ্য প্রকাশ করলে তার সম্মতি ছাড়া তার পরিচয় প্রকাশ করা যাবে না। সঠিক তথ্য প্রকাশের কারণে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি বা বিভাগীয় মামলা করা যাবে না। চাকরিজীবীর ক্ষেত্রে তার পদানবতি, হয়রানিমূলক বদলি, বাধ্যতামূলক অবসর, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না।’ শুধু তাই নয়, দুর্নীতির তথ্য শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে কিংবা ই-মেইলে প্রকাশ করা যাবে বলেও ওই আইনে উল্লেখ করা হয়েছে।

অথচ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-র সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার দুর্নীতির কিছু তথ্য সাংবাদিককে দেয়ায় গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)-র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। জিসানুল হক গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখায় (এলআইসি) কর্মরত ছিলেন। সাবেক ডিএমপি কমিশনারের ব্যক্তিগত তথ্য তিনি প্রকাশ করেছেন বলে অভিযোগ ওঠে।

‘হুইসেল ব্লোয়ার প্রটেকশন অ্যাক্ট-২০১০’ থাকার পরও কেন দুর্নীতির তথ্য দেয়ার অভিযোগে একজন কর্মকর্তার চাকরি গেল? জানতে চাইলে সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান সংবাদমাধ্যমকে বলেন, এসব কারণেই তো আইনটি হওয়ার ১৩ বছর পরও কেউ তথ্য দিতে চান না। কারণ আমরা তথ্যদাতাকে সুরক্ষা দিতে পারছি না। তথ্যদাতাকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি তাহলে তো দুর্নীতির খবর সামনে আসবে না।’

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১৪ জুন ‘দৈনিক ইত্তেফাকে’ একটা রিপোর্ট ছাপা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বিদেশে সম্পদ আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে সম্পদ কিনেছেন এমন ব্যক্তিদের তালিকা করছে একটি গোয়েন্দা সংস্থা। প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুসন্ধানে পাওয়া গেছে, বিদেশে সম্পদ গড়া ব্যক্তিদের মধ্যে শীর্ষে আছেন আমলারা। এছাড়া বড় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য আছেন। অনেকের স্ত্রী আমেরিকায় নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। সন্তানরাও সেখানে পড়াশোনা করছে। নিজের পাসপোর্টেও লম্বা মেয়াদে আমেরিকার ভিসা লাগানো আছে। এ ধরনের ব্যক্তিরা সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাদের কেউ কেউ আমেরিকাকে খুশি করার চেষ্টা করছেন।’

সংবাদ মাধ্যমে কারও দুর্নীতির খবর ছাপা হওয়ার পর দুদককে নড়ে চড়ে বসে। সরকারি এমন কোনো ব্যবস্থা কি নেই, যা দিয়ে কারও অবৈধ সম্পদ থাকলে সেটা ধরা যায়? জানতে চাইলে আবু আলম শহীদ খান বলেন, আরও অবৈধ সম্পদ হলে সামাজিকভাবেই সেটা জানা যায়। তার চলাফেরা, সন্তানদের পড়াশোনাসহ অনেক কিছুই দেখে প্রতিবেশিরা ধারণা করতে পারেন। ফলে কেউ অবৈধ সম্পদের মালিক হলেন সেটা কেউ জানে না, একথা ঠিক না। সরকারের বিভিন্ন এজেন্সি আছে। তাদের কেউ না কেউ তো জানে। কিন্তু সমস্যা হলো এই কথাগুলো কেউ বলেন না।’

না বলার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, এর অনেকগুলো কারণে আছে। যদি তিনি খুবই প্রভাবশালী হন তাহলে অযথা হয়রানির ভয়ে কেউ বলেন না। এজন্য তো ‘হুইসেল ব্লোয়ার প্রটেকশন অ্যাক্ট করা হয়েছিল। কিন্তু গত ১৩ বছরে একজন ব্যক্তিও তথ্য দেয়ার ব্যাপারে এগিয়ে আসেননি।’

কারও অবৈধ সম্পদের তথ্য সংবাদ মাধ্যমে আসার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক অনেক ক্ষেত্রেই সময়ক্ষেপণ করে। আর সেই সুযোগে ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে চম্পট দিচ্ছেন। সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রথম রিপোর্ট ছাপা হয় গত ৩১ মার্চ। তিনি বিদেশে যান মে মাসের প্রথম সপ্তাহে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় দুদক। মধ্যে যে একমাস পেরিয়ে গেছে, এ সময়ে তিনি ও তার পরিবারের সদস্যরা তাদের ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্তত ৭০ থেকে ৮০ কোটি টাকা তুলে নিয়েছেন। দুদুক তদন্তে নেমে এ তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বেনজীর আহমেদের কিছু অ্যাকাউন্ট ‘জিরো ব্যালেন্স’ হয়ে গেছে, যদিও তিনি পরিমাণ বলতে অস্বীকৃতি জানান।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান বলেন, রাষ্ট্রীয় যে ব্যবস্থা আছে, তাতে কেউ দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, আমরা আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই কিনা? যদি না চাই তাহলে তো বেনজীর আহমেদের মতো টাকা পয়সা তুলে নিয়ে বিদেশে চলে যাবে। আর যদি ব্যবস্থা নিতে চাই তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব। সরকারের এত এজেন্সি, তারপর কেউ জানবে না, একজন সরকারি কর্মকর্তা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়লেন? এটা হতে পারে না। আসলে দুর্নীতি দমনে ছাড় দিয়ে এটা নিয়ন্ত্রণ সম্ভব না। সরকার কঠোর হলেই নিয়ন্ত্রণ সম্ভব। এখানে কে আমার ঘনিষ্ট, আর কে ঘনিষ্ট না সেটা দেখা যাবে না।’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দুর্নীতিবাজরা ফুলেফেঁপে উঠছে

আপডেট টাইম : ০৫:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

সরকারি চাকরি মানেই যেন আলাদীনের চেরাগ। গ্রামাঞ্চলে ছেলের সরকারি চাকরি না থাকলে তার কাছে মেয়ে পর্যন্ত বিয়ে দিতে চান না অভিভাবকরা। একদিকে সরকারি চাকরিজীবীদের নিশ্চিত-নিরাপদ ভবিষ্যৎ, অন্যদিকে বেসরকারি খাতে চাকরিরতদের দুরাবস্থাই হয়তো এর অন্যতম কারণ। যে লোকটি বিশ-পঁচিশ হাজার টাকা বেতনে সরকারি চাকরি করেন, দেখতে দেখতেই তিনি যখন বাড়ি-গাড়ি জুটিয়ে ফেলেন, বিলাসী জীবনযাপন করেন তখন কেউ তার নেপথ্য কারণ ঘাঁটতে যান না। সবাই তাকে বাহবা দিতে থাকেন, ঈর্ষা করেন  এবং নিজেদের সন্তানদেরও তারই মতো সফল (!) দেখতে চান। বাড়ি-গাড়ি ও বিলাসী জীবনযাপনকে দেখা হচ্ছে সফলতা হিসেবে, অন্যদিকে ঘুষ-দুর্নীতি তথা নৈতিক স্খলন পেয়ে যাচ্ছে প্রশ্রয়। ফলে নির্বিবাদে ফুলেফেঁপে উঠছে দুর্নীতিবাজরা।

দুর্নীতিবাজদের দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী করছে? দুদকের কমিশনার জহুরুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘একজন দুজন তো না, হাজার হাজার দুর্নীতিবাজ। আপনারা সাংবাদিকরা লিখলেই তো আমরা জানতে পারি। আসলে আমরা কয়জনের দুর্নীতি বের করব? যাদের দুর্নীতির ব্যাপারে তথ্য আসে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেই।’

কারও বেনামে সম্পদ থাকলে কি দুর্নীতি দমন কমিশনের পক্ষে সেটা জানা সম্ভব? এ সম্পর্কে দুদক কমিশনার বলেন, আমাদের তো অত জনবল নেই যে, প্রত্যেক মানুষকে ধরে ধরে তদন্ত করব। কোনো না কোনো সোর্স থেকে আমাদের কাছে অভিযোগ আসতে হবে, তখনই আমরা ব্যবস্থা নিতে পারি। এখনও আমাদের কাছে ৪-৫ হাজারের মতো অভিযোগ জমা পড়ে আছে।’

দুর্নীতির তথ্য পাওয়া ক্ষেত্রে এখনও দুর্নীতি দমন কমিশনের কাছে সংবাদ মাধ্যমের রিপোর্ট গুরুত্বপূর্ণ। কিন্তু সংবাদমাধ্যম কি সঠিকভাবে দুর্নীতির রিপোর্ট প্রকাশ করছে? সংবাদমাধ্যমেও দুর্নীতির রিপোর্ট করার মতো দক্ষ সাংবাদিক কতজন? পত্রিকা বা টেলিভিশন চ্যানেল কি তথ্য পেলে সবার দুর্নীতির খবর প্রকাশ করে? জানতে চাইলে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী সেলের প্রধান সংবাদমাধ্যমকে বলেন, ‘দুর্নীতির খবর প্রকাশের ক্ষেত্রে আমাদের বহু ধরনের বাধা আছে। প্রথমত, পত্রিকা অফিস একটা অনুসন্ধানের জন্য যে সময় ও সাপোর্ট প্রয়োজন সেটা দিতে চায় না। দুই দিন পরপরই জানতে চায় এখনও কেন রিপোর্ট হয়নি? অথচ একটা রিপোর্ট করার জন্য একমাসও লেগে যেতে পারে। আবার সব ব্যক্তির দুর্নীতির খবর প্রকাশ করা সবসময় সম্ভবও হয় না। অনুসন্ধান শুরু করার পর মালিকপক্ষের কাছে এমন জায়গা থেকে ফোন এল যে, রিপোর্টটি আর আলোর মুখ দেখে না। সব গণমাধ্যমে এটা না হলেও কিছু কিছু গণমাধ্যমে সেটা হয়।’

দুর্নীতির রিপোর্ট করার জন্য দক্ষ সাংবাদিক তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে এই সাংবাদিক বলেন, ‘দুর্নীতির রিপোর্ট করতে হলে কী ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, আমরা অনেক সময় সেটা জানি না। এর জন্য আমাদের যে প্রশিক্ষণ প্রয়োজন, সেটাও সবসময় সঠিকভাবে হচ্ছে না। দুর্নীতির বিরুদ্ধে যে পরিমাণ রিপোর্ট হওয়া প্রয়োজন সেটাও হচ্ছে না। তবে আশার কথা, সাম্প্রতিক সময়ে অনেক গণমাধ্যম দুর্নীতির রিপোর্টকে গুরুত্ব দিচ্ছে। অনেকেই চেষ্টা করছেন। কিছু কিছু ছাপা হচ্ছে। এ উদ্যোগটা অব্যাহত থাকলে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা আরও এগিয়ে যাবে। অনেক ভালো রিপোর্ট সামনে আমরা দেখব।’

সরকারি কর্মকর্তা থেকে সাধারণ মানুষ যাদের সম্পদ আছে, তাদের সবারই আয়কর রিটার্ন জমা দেয়ার কথা। বিশেষ করে সরকারি কর্মকর্তারা তো সবাই আয়কর রিটার্ন জমা দেন। তাদের হিসাবে কী সব সম্পদের বিবরণ থাকে? যদি থাকে তাহলে প্রশাসন কেন সেটা আমলে নেয় না? রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান বা পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদের হিসাব কেন তারা এতদিন দেখেনি?
রাজস্ব বিভাগের সেন্ট্রাল ইন্টেলিজেন্ট ইউনিটের সাবেক প্রধান ও সাবেক কমিশনার (ট্যাক্স পলিসি) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুল করিম সংবাদমাধ্যমকে বলেন, লাখ লাখ আয়কর ফাইলের সবগুলো পরীক্ষা করা সম্ভব নয়। প্রথমে যেটা দেখা হয়, যাদের আগের বছরের সম্পদের সঙ্গে পরের বছরের সম্পদের একটা বড় পার্থক্য আছে তাদেরগুলো। এর বাইরে দ্বৈবচয়নের ভিত্তিতে একশ’টার মধ্যে ৫টা ফাইল পরীক্ষা করা হয়। এরমধ্যে কারও সম্পদের হিসাবে সন্দেহ হলে সেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্ট ইউনিটে পাঠানো হয়।’

আয়কর রির্টানের সঙ্গে কারো সম্পদের মিল না পেলে সেন্ট্রাল ইন্টেলিজেন্ট ইউনিট কী ব্যবস্থা নেয় জানতে চাইলে আমিনুল করিম বলেন, প্রথমে আমরা খুঁজে বের করি, তার কী পরিমাণ সম্পদ আছে। তিনি কত টাকা কর ফাঁকি দিয়েছেন। সেই করের টাকা সুদসহ আমরা তার কাছে দাবি করি। সরকারি কর্মকর্তা হলে সংশ্লিষ্ট বিভাগে সেটা পাঠানো হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য।’

দুদকে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমরা দুদকে কখনও পাঠায় না। সেটা আমাদের ম্যান্ডেটও না। সংশ্লিষ্ট বিভাগ চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে পারে। সেই মামলা দুদকে যেতে পারে।’

দুর্নীতির তথ্য প্রকাশকারী সরকারি কর্মকর্তাদের সুরক্ষা দিতে ২০১১ সালে একটা নতুন আইন হয়েছে। ‘হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট-২০১০’ নামে আইনটি সংসদে পাশ হয়। আইনটি পাশ হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছিলেন, সরকারি অফিসে অধস্তন কর্মকর্তা যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতির তথ্য প্রকাশ করে দেন সেক্ষেত্রে তার হেনস্থা হওয়ার আশঙ্কা থাকে। নানাভাবে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। এজন্য দুর্নীতির তথ্য প্রকাশকারী কর্মকর্তাদের সুরক্ষা দিতে এ আইন করা হয়েছে।’ আইনটিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি সঠিক তথ্য প্রকাশ করলে তার সম্মতি ছাড়া তার পরিচয় প্রকাশ করা যাবে না। সঠিক তথ্য প্রকাশের কারণে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি বা বিভাগীয় মামলা করা যাবে না। চাকরিজীবীর ক্ষেত্রে তার পদানবতি, হয়রানিমূলক বদলি, বাধ্যতামূলক অবসর, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না।’ শুধু তাই নয়, দুর্নীতির তথ্য শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে কিংবা ই-মেইলে প্রকাশ করা যাবে বলেও ওই আইনে উল্লেখ করা হয়েছে।

অথচ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-র সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার দুর্নীতির কিছু তথ্য সাংবাদিককে দেয়ায় গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)-র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। জিসানুল হক গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখায় (এলআইসি) কর্মরত ছিলেন। সাবেক ডিএমপি কমিশনারের ব্যক্তিগত তথ্য তিনি প্রকাশ করেছেন বলে অভিযোগ ওঠে।

‘হুইসেল ব্লোয়ার প্রটেকশন অ্যাক্ট-২০১০’ থাকার পরও কেন দুর্নীতির তথ্য দেয়ার অভিযোগে একজন কর্মকর্তার চাকরি গেল? জানতে চাইলে সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান সংবাদমাধ্যমকে বলেন, এসব কারণেই তো আইনটি হওয়ার ১৩ বছর পরও কেউ তথ্য দিতে চান না। কারণ আমরা তথ্যদাতাকে সুরক্ষা দিতে পারছি না। তথ্যদাতাকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি তাহলে তো দুর্নীতির খবর সামনে আসবে না।’

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১৪ জুন ‘দৈনিক ইত্তেফাকে’ একটা রিপোর্ট ছাপা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বিদেশে সম্পদ আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে সম্পদ কিনেছেন এমন ব্যক্তিদের তালিকা করছে একটি গোয়েন্দা সংস্থা। প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুসন্ধানে পাওয়া গেছে, বিদেশে সম্পদ গড়া ব্যক্তিদের মধ্যে শীর্ষে আছেন আমলারা। এছাড়া বড় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য আছেন। অনেকের স্ত্রী আমেরিকায় নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। সন্তানরাও সেখানে পড়াশোনা করছে। নিজের পাসপোর্টেও লম্বা মেয়াদে আমেরিকার ভিসা লাগানো আছে। এ ধরনের ব্যক্তিরা সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাদের কেউ কেউ আমেরিকাকে খুশি করার চেষ্টা করছেন।’

সংবাদ মাধ্যমে কারও দুর্নীতির খবর ছাপা হওয়ার পর দুদককে নড়ে চড়ে বসে। সরকারি এমন কোনো ব্যবস্থা কি নেই, যা দিয়ে কারও অবৈধ সম্পদ থাকলে সেটা ধরা যায়? জানতে চাইলে আবু আলম শহীদ খান বলেন, আরও অবৈধ সম্পদ হলে সামাজিকভাবেই সেটা জানা যায়। তার চলাফেরা, সন্তানদের পড়াশোনাসহ অনেক কিছুই দেখে প্রতিবেশিরা ধারণা করতে পারেন। ফলে কেউ অবৈধ সম্পদের মালিক হলেন সেটা কেউ জানে না, একথা ঠিক না। সরকারের বিভিন্ন এজেন্সি আছে। তাদের কেউ না কেউ তো জানে। কিন্তু সমস্যা হলো এই কথাগুলো কেউ বলেন না।’

না বলার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, এর অনেকগুলো কারণে আছে। যদি তিনি খুবই প্রভাবশালী হন তাহলে অযথা হয়রানির ভয়ে কেউ বলেন না। এজন্য তো ‘হুইসেল ব্লোয়ার প্রটেকশন অ্যাক্ট করা হয়েছিল। কিন্তু গত ১৩ বছরে একজন ব্যক্তিও তথ্য দেয়ার ব্যাপারে এগিয়ে আসেননি।’

কারও অবৈধ সম্পদের তথ্য সংবাদ মাধ্যমে আসার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক অনেক ক্ষেত্রেই সময়ক্ষেপণ করে। আর সেই সুযোগে ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে চম্পট দিচ্ছেন। সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রথম রিপোর্ট ছাপা হয় গত ৩১ মার্চ। তিনি বিদেশে যান মে মাসের প্রথম সপ্তাহে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় দুদক। মধ্যে যে একমাস পেরিয়ে গেছে, এ সময়ে তিনি ও তার পরিবারের সদস্যরা তাদের ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্তত ৭০ থেকে ৮০ কোটি টাকা তুলে নিয়েছেন। দুদুক তদন্তে নেমে এ তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বেনজীর আহমেদের কিছু অ্যাকাউন্ট ‘জিরো ব্যালেন্স’ হয়ে গেছে, যদিও তিনি পরিমাণ বলতে অস্বীকৃতি জানান।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান বলেন, রাষ্ট্রীয় যে ব্যবস্থা আছে, তাতে কেউ দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, আমরা আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই কিনা? যদি না চাই তাহলে তো বেনজীর আহমেদের মতো টাকা পয়সা তুলে নিয়ে বিদেশে চলে যাবে। আর যদি ব্যবস্থা নিতে চাই তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব। সরকারের এত এজেন্সি, তারপর কেউ জানবে না, একজন সরকারি কর্মকর্তা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়লেন? এটা হতে পারে না। আসলে দুর্নীতি দমনে ছাড় দিয়ে এটা নিয়ন্ত্রণ সম্ভব না। সরকার কঠোর হলেই নিয়ন্ত্রণ সম্ভব। এখানে কে আমার ঘনিষ্ট, আর কে ঘনিষ্ট না সেটা দেখা যাবে না।’

নিউজ লাইট ৭১