রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার দেশে ফিরবেন
- আপডেট টাইম : ১২:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / 21
গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ১০ দিনের সফরে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। স্বাস্থ্য পরীক্ষা শেষে কাল বৃহস্পতিবার (১৪ মার্চ) লন্ডন থেকে দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (১৩ মার্চ) সকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। এরপর ৫ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য আরব আমিরাত থেকে লন্ডনে যান সাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।
লন্ডনের পৌঁছানোর পর রাষ্ট্রপতি কেমব্রিজ শহরে যান। সেখানে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে অভিবাদন জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান।
নিউজ লাইট ৭১