বিভিন্ন পোশাকের ওপর নানা ধরনের অফার
- আপডেট টাইম : ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / 117
নিউজ লাইট ৭১: দর্শক ও ক্রেতাদের আকৃষ্ট করতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুরু থেকেই দেয়া হচ্ছে বিভিন্ন পোশাকের ওপর নানা ধরনের অফার। এতে বেশ সাড়া পাচ্ছেন বলেও বলছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
বাণিজ্য মেলায় অংশ নেয়া বিভিন্ন পোশাক স্টলের বিক্রয় কর্মীরা বলছেন, তারা যেসব অফার দিচ্ছেন এর মধ্যে অন্যতম হচ্ছে ‘ফাটাফাটি’, ‘রাজকীয়’ ও ‘গোল্ডেন’ অন্যতম। সাধারণত মেলার শেষ দিকে এমন অফার নিয়ে আসে প্রতিষ্ঠানগুলো। তবে এবার মেলার শুরু থেকেই তারা দিচ্ছেন বিভিন্ন অফার।
মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে ওড়না-হিজাব একশ টাকা, শাল দেড়শ এবং ওয়ান পিস দুইশ টাকায় বিক্রি হচ্ছে। একাধিক প্রতিষ্ঠান স্টলে কাগজে লেখা স্টিকার ঝুলিয়ে এভাবে ওড়না-হিজাব, শাল এবং ওয়ান পিস বিক্রি করছে। তবে অনেকে বলেছেন, মেলায় একশ টাকায় যেসব ওড়না-হিজাব বিক্রি হচ্ছে, সেগুলোর মান তেমন ভালো নয়।
এবার মেলার শুরুতে ক্রেতাদের আকৃষ্ট করতে ‘রাজকীয়,’ ‘ফাটাফাটি’ ও ‘গোল্ডেন’ অফার দিয়েছে ব্লেজার বিক্রির স্টলগুলো। মেলার মাঝামাঝিতে এসব প্রতিষ্ঠান ‘রাজকীয়’ অফার দিচ্ছে। এসব অফারে এক হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে বেশ উন্নতমানের ব্লেজার।
বিক্রেতারা বলছেন, যেকোনো টেইলার্স থেকে একটি ব্লেজার তৈরি করতে মজুরি দিতে হয় তিন থেকে তিন হাজার ৫০০ টাকা। কিন্তু মেলায় একটি ব্লেজার বিক্রি হচ্ছে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে। অর্থাৎ মেলায় একটি ব্লেজার কেনা যাচ্ছে মজুরির চেয়েও কম দামে।
বিভিন্ন পোশাকের সাথে মেলায় প্রাণ, স্কয়ার, বেঙ্গল, নাবিস্কো, দিল্লি অ্যালুমিনিয়াম, কিয়ামসহ বিভিন্ন খাদ্যপণ্য ও গৃহস্থালি সামগ্রীর প্যাভিলিয়নগুলোতে ক্রেতা ছিলো বেশ চোখে পড়ার মতো।
মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা জানান, এবার বাণিজ্য মেলায় প্রথমদিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা খুবই কম ছিলো। যারা এসেছে তাদের বেশির ভাগই পণ্য দেখে ঘুরে চলে গেছেন। এতে প্রথম এক সপ্তাহ বেশির ভাগ প্রতিষ্ঠানই তেমন কিছু বিক্রি করতে পারেনি। এ কারণে মেলার শুরু থেকেই বিভিন্ন অফার দেয়া শুরু হয়েছে।
তারা জানান, সাধারণত মেলার শেষ দিকে ব্লেজার বিক্রির প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অফার দিয়ে থাকে। তবে এবার মেলার শুরু থেকেই অফার দেয়া শুরু হয়েছে।মেলায় ব্লেজার বিক্রিতে রাজকীয় অফার চালু করা একটি স্টল সাইফা হ্যান্ডিক্রাফট।
এই স্টলটির বিক্রয়কর্মী আকবর হোসেন বলেন, তারা শুরু থেকেই এমন অফর দিচ্ছেন। রাজকীয় অফারের আওতায় তারা একটি ব্লেজারের দাম রাখছে এক হাজার ২০০ টাকা। এছাড়া তাদের স্টলে বিভিন্ন দামের ব্লেজার রয়েছে। তাদের স্টলে এক হাজার ২০০ টাকা থেকে চার হাজার ৫০০ টাকার মধ্যে ভালো মানের ব্লেজার বিক্রি হচ্ছে বলেও তিনি জানান।
তিনি বলেন, গত বছর আমরা রাজকীয় অফার দেয়া শুরু করেছিলাম মেলার ১৫ দিন পর থেকে। অফারের আওতায় ব্লেজার ভালো বিক্রি হয় বলে তিনি জানান।
এবার বাণিজ্য মেলার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকের স্টলগুলোতে প্রতিটি ব্লেজার বিক্রি প্রতিষ্ঠানে থেকে কোনো না কোনো অফার দেয়া হচ্ছে। তবে বাণিজ্য মেলায় এর সবগুলোই অপরিচিত ব্র্যান্ড।
রাজধানীর গুলিস্তান, নীলক্ষেত, ফার্মগেট, এলিফ্যান্ট রোড, মিরপুর, ভাষানটেক, কেরানিগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান মেলায় ব্লেজার বিক্রির পসরা সাজিয়েছে।