ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাতিল মানেই ভিন্ন কিছু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / 568

নিউজ লাইট ৭১ রিপোর্ট: হাতিল মানেই ভিন্ন কিছু। এবারও বাণিজ্য মেলায় হাতিল উপস্থিত হয়েছে এরকম ভিন্ন কিছু ডিজাইনের পণ্য নিয়ে। মেলায় আগত দর্শকরাও লুফে নিচ্ছে তাদের এই আয়োজন।

প্রতিবছর হাতিল বাণিজ্য মেলায় উপস্থিত হয় সবার চেয়ে ভিন্ন কিছু উপস্থাপন করতে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনের মতো চলছে আসবাবপত্রেও পরিবর্তন।

বাসাবাড়ির অঙ্গসজ্জায় ভিন্নমাত্রা আনতে দর্শকর ক্রেতারা আসছে হাতিলের প্যাভিলিয়নে। হাতিলের স্লোগান হচ্ছে— ‘স্লিম ইজ স্মাট’। এই স্লোগানে ভরসাও রাখছে সবাই। হাতিলের ফার্নিচার সবসময় স্মার্ট, হালকা এবং প্রয়োজন মিটিয়ে থাকে শতভাগ।

ফার্নিচারের জগতে পরিমিত ডিজাইনের পণ্যের নতুন যুগের সূচনায় অগ্রণী ভূমিকা রাখছে হাতিল ফার্নিচার।সুলভমূল্যে বিশ্বমানের পণ্য পেতে বছরজুড়ে ক্রেতারাও তাকিয়ে থাকেন মেলার দিকে।

এবারও চমক আছে হাতিলের অফিস ফার্নিচার, ডাইনিং সেট, বেডরুম এবং সোফা সেটে। বরাবরের মতো এবারও বাণিজ্য মেলা উপলক্ষে তারা ক্রেতাদের জন্য রেখেছে ৫-১০ শতাংশ ছাড়ে পণ্য কেনার সুযোগ।

হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, একটি আধুনিক ফার্নিচারের ব্রান্ড হিসেবে হাতিল তার প্রতিটি পণ্যে অল্প অলংকরণে রুচিশীল ডিজাইন ফুটিয়ে তুলছে। হাতিলের পণ্য সবসময় আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচার তৈরির পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিষয়েও সচেতন রয়েছে।

তিনি বলেন, এবারের বাণিজ্য মেলায় ক্রেতার পছন্দনীয় ডিজাইনের ফার্নিচারের পাশাপাশি হাতিল নিজস্ব ডিজাইনের আসবাবপত্র বিক্রি করছে। এসব পণ্য দেশের বাজারে যেমন পাওয়া যাচ্ছে তেমনি দেশের বাইরে হাতিলের ১৭টি আউটলেটও রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে আসবাবপত্র রপ্তানিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে হাতিল। এ কারণে আসবাবপত্র রপ্তানির প্রায় ৭০ ভাগই হাতিলের দখলে। হাতিল আসবাপত্র রপ্তানির মাধ্যমে দেশের জন্য বয়ে আনছে বৈদেশিক মুদ্র।

হাতিল সাম্প্রতিক সময়ে কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের ক্রেতা টানতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনা করায় হাতিলের প্রতিটি পণ্যের ডিজাইন মার্জিত ও নান্দনিক। সেই সঙ্গে টেকসই ও আরামদায়ক।

বাণিজ্য মেলায় হাতিলের প্যাভিলিয়ন ঘুরে দেখা যায় তিনতলাবিশিষ্ট প্যাভিলিয়ন করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ডিজাইনের ফার্নিচার সাজিয়ে রেখেছে সবচেয়ে সুন্দর সাজে। যা দেখলেই একজন দর্শনার্থীর মনকে আকৃষ্ট করবে।

মেলায় হাতিলের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বেড, ডাইনিং টেবিল, আলমারি, সোফাসেট ও অফিস টেবিল। এবার প্যাভিলিয়নে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তারা এবার মেলায় ভার্চ্যুয়াল শোরুমের ব্যবস্থা করেছে। ফলে যে কেউ তার ঘরে ফার্নিচার সাজালে কেমন দেখতে লাগবে সেটা দেখে কিনতে পারছেন।

প্যাভিলিয়নে কথা হয় বিক্রয় প্রতিনিধিদের সাথে। তারা জানান, এবার মেলায় বরাবরের মতো খুব ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন প্রায় হাজারের মতো দর্শনার্থী তাদের প্যাভিলিয়ন ঘুরে দেখেন বলে জানান তিনি।

এছাড়া দৈনিক মেলা থেকে ১০০-র বেশি পণ্য বিক্রি হয় বলেও তিনি জানান। মেলায় হাতিল এনেছে বিশেষ ধরনের বেড। যেটা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। সেটা আপনি বেড, ফোল্ডিং বেড ও সোফাসেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া তারা এবার বিভিন্ন ডিজাইনের কিছু সোফাসেট নিয়ে এসেছে।

Tag :

শেয়ার করুন

হাতিল মানেই ভিন্ন কিছু

আপডেট টাইম : ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১ রিপোর্ট: হাতিল মানেই ভিন্ন কিছু। এবারও বাণিজ্য মেলায় হাতিল উপস্থিত হয়েছে এরকম ভিন্ন কিছু ডিজাইনের পণ্য নিয়ে। মেলায় আগত দর্শকরাও লুফে নিচ্ছে তাদের এই আয়োজন।

প্রতিবছর হাতিল বাণিজ্য মেলায় উপস্থিত হয় সবার চেয়ে ভিন্ন কিছু উপস্থাপন করতে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনের মতো চলছে আসবাবপত্রেও পরিবর্তন।

বাসাবাড়ির অঙ্গসজ্জায় ভিন্নমাত্রা আনতে দর্শকর ক্রেতারা আসছে হাতিলের প্যাভিলিয়নে। হাতিলের স্লোগান হচ্ছে— ‘স্লিম ইজ স্মাট’। এই স্লোগানে ভরসাও রাখছে সবাই। হাতিলের ফার্নিচার সবসময় স্মার্ট, হালকা এবং প্রয়োজন মিটিয়ে থাকে শতভাগ।

ফার্নিচারের জগতে পরিমিত ডিজাইনের পণ্যের নতুন যুগের সূচনায় অগ্রণী ভূমিকা রাখছে হাতিল ফার্নিচার।সুলভমূল্যে বিশ্বমানের পণ্য পেতে বছরজুড়ে ক্রেতারাও তাকিয়ে থাকেন মেলার দিকে।

এবারও চমক আছে হাতিলের অফিস ফার্নিচার, ডাইনিং সেট, বেডরুম এবং সোফা সেটে। বরাবরের মতো এবারও বাণিজ্য মেলা উপলক্ষে তারা ক্রেতাদের জন্য রেখেছে ৫-১০ শতাংশ ছাড়ে পণ্য কেনার সুযোগ।

হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, একটি আধুনিক ফার্নিচারের ব্রান্ড হিসেবে হাতিল তার প্রতিটি পণ্যে অল্প অলংকরণে রুচিশীল ডিজাইন ফুটিয়ে তুলছে। হাতিলের পণ্য সবসময় আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচার তৈরির পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিষয়েও সচেতন রয়েছে।

তিনি বলেন, এবারের বাণিজ্য মেলায় ক্রেতার পছন্দনীয় ডিজাইনের ফার্নিচারের পাশাপাশি হাতিল নিজস্ব ডিজাইনের আসবাবপত্র বিক্রি করছে। এসব পণ্য দেশের বাজারে যেমন পাওয়া যাচ্ছে তেমনি দেশের বাইরে হাতিলের ১৭টি আউটলেটও রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে আসবাবপত্র রপ্তানিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে হাতিল। এ কারণে আসবাবপত্র রপ্তানির প্রায় ৭০ ভাগই হাতিলের দখলে। হাতিল আসবাপত্র রপ্তানির মাধ্যমে দেশের জন্য বয়ে আনছে বৈদেশিক মুদ্র।

হাতিল সাম্প্রতিক সময়ে কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের ক্রেতা টানতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনা করায় হাতিলের প্রতিটি পণ্যের ডিজাইন মার্জিত ও নান্দনিক। সেই সঙ্গে টেকসই ও আরামদায়ক।

বাণিজ্য মেলায় হাতিলের প্যাভিলিয়ন ঘুরে দেখা যায় তিনতলাবিশিষ্ট প্যাভিলিয়ন করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ডিজাইনের ফার্নিচার সাজিয়ে রেখেছে সবচেয়ে সুন্দর সাজে। যা দেখলেই একজন দর্শনার্থীর মনকে আকৃষ্ট করবে।

মেলায় হাতিলের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বেড, ডাইনিং টেবিল, আলমারি, সোফাসেট ও অফিস টেবিল। এবার প্যাভিলিয়নে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তারা এবার মেলায় ভার্চ্যুয়াল শোরুমের ব্যবস্থা করেছে। ফলে যে কেউ তার ঘরে ফার্নিচার সাজালে কেমন দেখতে লাগবে সেটা দেখে কিনতে পারছেন।

প্যাভিলিয়নে কথা হয় বিক্রয় প্রতিনিধিদের সাথে। তারা জানান, এবার মেলায় বরাবরের মতো খুব ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন প্রায় হাজারের মতো দর্শনার্থী তাদের প্যাভিলিয়ন ঘুরে দেখেন বলে জানান তিনি।

এছাড়া দৈনিক মেলা থেকে ১০০-র বেশি পণ্য বিক্রি হয় বলেও তিনি জানান। মেলায় হাতিল এনেছে বিশেষ ধরনের বেড। যেটা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। সেটা আপনি বেড, ফোল্ডিং বেড ও সোফাসেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া তারা এবার বিভিন্ন ডিজাইনের কিছু সোফাসেট নিয়ে এসেছে।