শিরোনাম :
অররোধে ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / 34
বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে দেশব্যাপী ১০ হাজার আনসার মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হকের সই করা এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
আনসার-ভিডিপি মহাপরিচালককে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের সব রেলস্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তা দেয়ার জন্য সারা দেশে ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করতে হবে।
নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা ম্যাজিস্ট্রেটদের বিষয়টি সমন্বয় করতে বলা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :