ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এটা মানুষ একসেপ্ট করে ফেলেছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 15

‘খেলা হবে’ স্লোগানের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটিকে রাজনৈতিক হাস্যরস উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এটা একটা পলিটিক্যাল হিউমার (রাজনৈতিক হাস্যরস), যা পাবলিক একসেপ্ট করেছে। যে বাচ্চা ফুল বিক্রি করে, সেও আমার গাড়ি দেখেই বলে খেলা হবে, এটা মানুষ একসেপ্ট করে ফেলেছে।’

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রায় পাঁচ বছর আগে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এক জনসভায় বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘খেলা হবে, ২৪ তারিখের পর খেলা হবে’।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর শব্দ দুটি প্রয়োগ করতে শোনা যায় মির্জা ফখরুলসহ বিরোধীদলের অনেক নেতাকেও।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘খেলা হবে’ শব্দ দুটি ব্যবহার করতে শোনা যায়।

সচিবালয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। সড়কমন্ত্রীকে প্রশ্ন করা হয় আপনি আন্দোলন এবং নির্বাচন নিয়ে খেলার কথা বললেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়েছে দিয়েছে। সেক্ষেত্রে খেলাটা রাজপথে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। রাজপথে আপনাদের কী খেলা হবে, রাজপথের খেলার ধরণই বা কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এটা একটা পলিটিক্যাল হিউমার (রাজনৈতিক হাস্যরস), যা পাবলিক একসেপ্ট করেছে। যে বাচ্চা ফুল বিক্রি করে, সেও আমার গাড়ি দেখেই বলে খেলা হবে। এটা মানুষ একসেপ্ট করে ফেলেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে কথাটা ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন, নরেন্দ্র মোদিও বক্তব্যের শুরুতে বলেছিলেন খেলা হবে। সেটা একটু হিন্দি টোনে। সেখানে পুরো নির্বাচনটি ডমিনেট করেছে খেলা হবে।’

উইকিপিডিয়া দেখার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উইকিপিডিয়া দেখুন। সেখানেও এই খেলা হবে আছে।’

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন তত্ত্বাবধায়ক ছাড়া হবে না, এটা তারা বলছে; বলুক। আমার মনে হয়, যত কিছুই বলুক, নির্বাচনের প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। কোথায় কত টাকা-পয়সা দেবে, সবকিছুর খোঁজখবর তো আমাদের কাছে আছে। টাকার উৎসও আমরা জানি।’

সেতুমন্ত্রী বলেন, ‘এই ইলেকশনে কারা কত দেবে, সেগুলো মোটামুটি একটা হিসাব তারা করে ফেলছেন। শেষ পর্যন্ত আমার বিশ্বাস তারা ইলেকশনে আসবে।’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

এটা মানুষ একসেপ্ট করে ফেলেছে

আপডেট টাইম : ০৭:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

‘খেলা হবে’ স্লোগানের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটিকে রাজনৈতিক হাস্যরস উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এটা একটা পলিটিক্যাল হিউমার (রাজনৈতিক হাস্যরস), যা পাবলিক একসেপ্ট করেছে। যে বাচ্চা ফুল বিক্রি করে, সেও আমার গাড়ি দেখেই বলে খেলা হবে, এটা মানুষ একসেপ্ট করে ফেলেছে।’

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রায় পাঁচ বছর আগে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এক জনসভায় বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘খেলা হবে, ২৪ তারিখের পর খেলা হবে’।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর শব্দ দুটি প্রয়োগ করতে শোনা যায় মির্জা ফখরুলসহ বিরোধীদলের অনেক নেতাকেও।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘খেলা হবে’ শব্দ দুটি ব্যবহার করতে শোনা যায়।

সচিবালয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। সড়কমন্ত্রীকে প্রশ্ন করা হয় আপনি আন্দোলন এবং নির্বাচন নিয়ে খেলার কথা বললেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়েছে দিয়েছে। সেক্ষেত্রে খেলাটা রাজপথে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। রাজপথে আপনাদের কী খেলা হবে, রাজপথের খেলার ধরণই বা কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এটা একটা পলিটিক্যাল হিউমার (রাজনৈতিক হাস্যরস), যা পাবলিক একসেপ্ট করেছে। যে বাচ্চা ফুল বিক্রি করে, সেও আমার গাড়ি দেখেই বলে খেলা হবে। এটা মানুষ একসেপ্ট করে ফেলেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে কথাটা ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন, নরেন্দ্র মোদিও বক্তব্যের শুরুতে বলেছিলেন খেলা হবে। সেটা একটু হিন্দি টোনে। সেখানে পুরো নির্বাচনটি ডমিনেট করেছে খেলা হবে।’

উইকিপিডিয়া দেখার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উইকিপিডিয়া দেখুন। সেখানেও এই খেলা হবে আছে।’

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন তত্ত্বাবধায়ক ছাড়া হবে না, এটা তারা বলছে; বলুক। আমার মনে হয়, যত কিছুই বলুক, নির্বাচনের প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। কোথায় কত টাকা-পয়সা দেবে, সবকিছুর খোঁজখবর তো আমাদের কাছে আছে। টাকার উৎসও আমরা জানি।’

সেতুমন্ত্রী বলেন, ‘এই ইলেকশনে কারা কত দেবে, সেগুলো মোটামুটি একটা হিসাব তারা করে ফেলছেন। শেষ পর্যন্ত আমার বিশ্বাস তারা ইলেকশনে আসবে।’

নিউজ লাইট ৭১