ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা যুবক ভোটার হওয়ার চেষ্টাকালে আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 24

টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে হালনাগাদ ভোটার কার্যক্রমের ছবি তোলার সময় এক রোহিঙ্গা বংশোদ্ভুত যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় সেন্টমার্টিন ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ছবি তোলার কার্যক্রমে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আয়াছ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই করা হয়। এসময় জিজ্ঞাসাবাদ ও যাচাইকালে তার মাতা জীবিত ও বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে বলে জানায়, কিন্তু সকল সনদে মাতাকে মৃত দেখানো হয়েছে।

তথ্য গোপন, সনদ জালিয়াতি ও রোহিঙ্গা হওয়ার অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্তৃক তাকে আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল আলম জানান, তার দাখিলকৃত কাগজপত্র সন্দেহ হওয়ায় যাচাই-বাছাইকালে আয়াছ নামে এক যুবক রোহিঙ্গা প্রমাণিত হয়। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রোহিঙ্গা যুবক ভোটার হওয়ার চেষ্টাকালে আটক

আপডেট টাইম : ১০:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে হালনাগাদ ভোটার কার্যক্রমের ছবি তোলার সময় এক রোহিঙ্গা বংশোদ্ভুত যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় সেন্টমার্টিন ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ছবি তোলার কার্যক্রমে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আয়াছ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই করা হয়। এসময় জিজ্ঞাসাবাদ ও যাচাইকালে তার মাতা জীবিত ও বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে বলে জানায়, কিন্তু সকল সনদে মাতাকে মৃত দেখানো হয়েছে।

তথ্য গোপন, সনদ জালিয়াতি ও রোহিঙ্গা হওয়ার অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্তৃক তাকে আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল আলম জানান, তার দাখিলকৃত কাগজপত্র সন্দেহ হওয়ায় যাচাই-বাছাইকালে আয়াছ নামে এক যুবক রোহিঙ্গা প্রমাণিত হয়। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ লাইট ৭১