ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আপনারা নিজেরা কীভাবে পালাবেন সেই পথ খুঁজুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • / 31

ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

বিএনপি নেতাদের পালানোর পথ খোঁজার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১৪ মে) চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপি নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ, যারা শ্রীলঙ্কার তুলনা বাংলাদেশে দেয়, তারা অনেক আগেই শ্রীলঙ্কার মতো পালিয়েছেন। কারণ শ্রীলঙ্কার আজকের মতো পরিস্থিতিতে তারাও পড়েছিলেন। তাই তারা এসব কথা বলছেন। শ্রীলঙ্কার নেতারা এখন যেভাবে পালাচ্ছেন, বিএনপি নেতারাও সেভাবে আগেই পালিয়ে গেছেন।

তিনি বলেন, তারেক রহমান ‘আমি আর রাজনীতি করবো না’ মুচলেকা দিয়ে পালিয়ে গেছেন। ঢাকায় তাদের নেতা মাহবুবুর রহমানকে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ ধাওয়া করেছিলেন, জুতা নিক্ষেপ করেছিলেন। এখন আপনারা নিজেরা কীভাবে পালাবেন সেই পথ খুঁজুন।

ড. হাছান মাহমুদ জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীসহ বিএনপি নেতারা পদ্মা নদীর ওপারে কীভাবে যাবেন তিনি তা দেখার অপেক্ষায়। তারা কী গাড়িতে চড়ে পদ্মা সেতুর ওপর দিয়ে যাবেন, নাকি আওয়ামী লীগের নৌকায় চড়ে ওপারে যাবেন, তিনি সেটি দেখার অপেক্ষায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আপনারা নিজেরা কীভাবে পালাবেন সেই পথ খুঁজুন

আপডেট টাইম : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

বিএনপি নেতাদের পালানোর পথ খোঁজার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১৪ মে) চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপি নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ, যারা শ্রীলঙ্কার তুলনা বাংলাদেশে দেয়, তারা অনেক আগেই শ্রীলঙ্কার মতো পালিয়েছেন। কারণ শ্রীলঙ্কার আজকের মতো পরিস্থিতিতে তারাও পড়েছিলেন। তাই তারা এসব কথা বলছেন। শ্রীলঙ্কার নেতারা এখন যেভাবে পালাচ্ছেন, বিএনপি নেতারাও সেভাবে আগেই পালিয়ে গেছেন।

তিনি বলেন, তারেক রহমান ‘আমি আর রাজনীতি করবো না’ মুচলেকা দিয়ে পালিয়ে গেছেন। ঢাকায় তাদের নেতা মাহবুবুর রহমানকে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ ধাওয়া করেছিলেন, জুতা নিক্ষেপ করেছিলেন। এখন আপনারা নিজেরা কীভাবে পালাবেন সেই পথ খুঁজুন।

ড. হাছান মাহমুদ জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীসহ বিএনপি নেতারা পদ্মা নদীর ওপারে কীভাবে যাবেন তিনি তা দেখার অপেক্ষায়। তারা কী গাড়িতে চড়ে পদ্মা সেতুর ওপর দিয়ে যাবেন, নাকি আওয়ামী লীগের নৌকায় চড়ে ওপারে যাবেন, তিনি সেটি দেখার অপেক্ষায়।

নিউজ লাইট ৭১