শিরোনাম :
পাখিগুলো আছড়ে পড়ল মাটিতে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / 24
কালো রঙের কয়েক হাজার পাখির ঝাঁক উড়ছিল আকাশে। হঠাৎ পাখিগুলো আছড়ে পড়ল মাটিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাখিগুলো উধাও হয়ে যায়। কিন্তু মাটিতে মৃত অবস্থায় পড়ে ছিল কয়েকশো পাখি। সম্প্রতি এমন এক ভিডিও প্রকাশ হয়েছে। সূত্র আনন্দবাজার।
ঘটনাটি ঘটেছে মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। এমন দৃশ্যে হতবাক স্থানীয়রা। তারা জানায়, রাস্তার ওপরে কিছু পাখি তখনও ছটফট করছিল। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
তবে রিচার্ড ব্রাউটন নামে এক পরিবেশবিদ জানিয়েছেন, কোনো বড় ধরনের শিকারি পাখি হয়তো তাড়া করেছিল। তাই ওই পাখির ঝাঁক ভয় পেয়ে কোনো বড় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে থাকতে পারে। যার ফলে মৃত্যু হয়েছে পাখিগুলোর।
কেউ কেউ আবার দাবি করেছেন, পাখিগুলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসনসহ পক্ষীবিশারদরা।
নিউজ লাইট ৭১
Tag :