শিরোনাম :
অসাংবিধানিক সরকার কোনো দিনই আসবে না
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / 31
দেশে তত্ত্বাবধায়ক সরকারের নামে অসাংবিধানিক সরকার কোনো দিনই আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এই সরকারের পতন হলে আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যাবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘বিএনপিই একটা পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি; তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।’
নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দেশে অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন আসবে না। তাই এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই।’
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১
Tag :