শীত এলেই ঝাঁকে-ঝাঁকে পাড়ি জমাবে পরিযায়ী পাখির দল
- আপডেট টাইম : ১১:১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / 37
দুয়ারে কড়া নাড়়ছে শীত। অপেক্ষা হয়তো আর কয়েকদিনের। কিছুদিনের মধ্যেই জাঁকিয়ে বসবে শীত। আর শীত এলেই ঝাঁকে-ঝাঁকে পাড়ি জমাবে পরিযায়ী পাখির দল। কিন্তু মানুষের নানা কার্যকলাপে একটু বিপন্নই থাকে এই সব পাখি।
তাদের নিরাপত্তার স্বার্থে এবার ভারতের মাল শহর সংলগ্ন সোনগাছি চা-বাগানের নাকাটি ডিভিশনে আয়োজিত হল এক বিশেষ শিবির। স্থানীয়দের উপস্থিতিতে ভারতের মালবাজারের ‘মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনে’র উদ্যোগে এই শিবিরের আয়োজন হল। শুধু পরিযায়ী পাখিই নয়, স্থানীয় নীলকন্ঠ থেকে শুরু করে টিয়া, ধনেশ, পানকৌড়ি, বসন্তবৌরি, মাছরাঙা-সহ বিভিন্ন প্রজাতির পাখির নিরাপত্তা সুনিশ্চিতকরণের বিষয়েও জোর দেয়া হল এই শিবিরে।
আগের চেয়ে তুলনামূলকভাবে শহরাঞ্চলে কমে গিয়েছে পাখির সংখ্যা। তবে, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এখনও একাধিক প্রজাতির পাখি নজরে আসে। বাতাসে শীতের আভাস মিলতেই এবার আসতে শুরু করেছে পরিযায়ী পাখি।আগের চেয়ে তুলনামূলকভাবে শহরাঞ্চলে কমে গিয়েছে পাখির সংখ্যা। তবে, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এখনও একাধিক প্রজাতির পাখি নজরে আসে। বাতাসে শীতের আভাস মিলতেই এবার আসতে শুরু করেছে পরিযায়ী পাখি।
ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা স্বরূপ মিত্র বলেন, ‘ইদানীং চা-বাগান থেকে শুরু করে ফসলক্ষেতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয়। সেই কীটনাশকের প্রভাবে মরছে কীটপতঙ্গেরা। আর মৃত সেই সব কীট খায় পাখিরা। খেয়ে অসুস্থও হয়ে পড়ে তারা। এই সব বিষয় বিশেষ ভাবে নজরে রাখা প্রয়োজন।
এছাড়াও অনেকেই পরিযায়ী পাখিদের শিকার করেন। এ ভাবে পাখিশিকার চললে আগামি দিনে পরিযায়ী পাখিরা বিপন্ন হয়ে পড়বে। তাই এ বিষয়েও সচেতনতা বৃদ্ধি করা জরুরি। সূত্র: জি নিউজ
নিউজ লাইট ৭১