দুই কেজি স্বর্ণসহ যাত্রী আটক
- আপডেট টাইম : ০৫:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / 60
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ১৫৮ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটককৃত ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন।
শনিবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। আটক আনোয়ারের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
ঢাকা কাস্টমস হাউজের একটি সূত্র জানায়, রাত সোয়া ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নম্বর একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবরতণ করে। এসময় বিমান বন্দর ঢাকা কাস্টমস হাউজের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে ওই ফ্লাইটে আসা দুবাই যাত্রী আনোয়ারের পায়ুপথ ও হাত ব্যাগ থেকে এক কেজি ৫৮৪ গ্রাম স্বর্ণ (পেস্টসদশ গোল্ড), চারটি স্বর্ণের বার ৪৬৪ গ্রাম এবং স্বর্ণালংকার ১১০ গ্রাম মোট দুই কেজি ১৫৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
নিউজ লাইট ৭১