শিরোনাম :
ছাগল বানরের ছানাটিকে নিয়ে বনে ঘুরে বেড়াচ্ছে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / 54
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে- একটি ছাগলের পিঠে বসে আছে একটি সাদা বানরের ছানা।
ওই ছাগল বানরের ছানাটিকে নিয়ে বনে ঘুরে বেড়াচ্ছে। বানরের ছানা কখনো ছাগলের পেটের মধ্যে ঝুলে আছে, কখনো পিঠে উঠে বসছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কেউ একজন জাম খাওয়ানোর জন্য ছাগলটিকে ডেকে এনেছেন। ছাগলটি বনের ভেতর থেকে বেরিয়ে আসে। তার সঙ্গে দেখা যায় ওই বানর ছানাটিকেও।
বানরের ওই ছানা ছাগলটির গলায় দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছিল। পরে সেও ছাগলের সঙ্গে জাম খেতে শুরু করে। তখন বানরছানাটি ছাগলটির পিঠে উঠে বসে।
মজার এ ভিডিওটি এক কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন। বহু মানুষ এটি শেয়ারও করেছেন। সূত্র: এনডিটিভি।
নিউজ লাইট ৭১
Tag :