একুশের পথ ধরেই একাত্তরের চেতনা
- আপডেট টাইম : ০৭:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / 79
একুশের চেতনা ও একাত্তরের চেতনা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “একুশের পথ ধরেই একাত্তরের চেতনা।”
একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমরা দাবি করতে পারি না, আমরা আমাদের বিজয়কে সুসংহত করতে পেরেছি। এখনও আমরা মাতৃভাষাকে জীবনের সর্বস্তরে প্রচলন করতে পারিনি।”
এসময় সর্বস্তরে বাংলার ব্যাবহারের আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের যে উদ্যোগ নিয়েছেন, এ উদ্যোগ সফল করার জন্য আমি সর্বক্ষেত্রে সর্বস্তরের সকল শ্রেণির সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, “একুশের চেতনা, একাত্তরের চেতনার প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িকতার ডালপালা বাংলাদেশে এখনও রয়ে গেছে। তাই একুশের শপথ হোক, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে উপড়ে ফেলা। আমরা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে উৎপাটিত করে বিজয়কে সুসংহত করতে চাই।”
নিউজ লাইট ৭১