২৫ বছর পর জায়গা উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
- আপডেট টাইম : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / 96
ইজারা বাতিল হওয়া কার পার্কিংয়ের জায়গা ২৫ বছর পর উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
একই সঙ্গে কার পার্কিংয়ের নামে ইজারা নেয়া (পরবর্তীতে বাতিল) জমির অবৈধ মার্কেটও উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ১৯৯৫ সালে বরাদ্দ বাতিল হওয়া লক্ষ্মীবাজারের জায়গাটি উদ্ধার করা হয়।
উচ্ছেদের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে অবৈধভাবে কর্পোরেশনের সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন এক ব্যক্তি। গাড়ি পার্কিংয়ের কথা বলে সেখানে অবৈধভাবে মার্কেট গড়ে তোলা হয়। আমরা সেই অবৈধ মার্কেট গুঁড়িয়ে দিয়েছি।
এদিকে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, জনৈক বিল্লু নামের ব্যক্তি পার্কিংয়ের নামে ইজারা নিয়ে সেখানে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে কাঁচাবাজার, কাপড়ের দোকানসহ বিভিন্ন রকমের দোকান গড়ে তুলেছিলেন। আমরা ডিএসসিসির মেয়রের নির্দেশে আইনিভাবে সেই অবৈধ মার্কেটটি গুঁড়িয়ে দিয়েছি।
নিউজ লাইট ৭১