রাজধানীতে ২১ জুয়াড়ি গ্রেফতার
- আপডেট টাইম : ০৭:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / 90
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০-এর সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করে র্যাব। এসময় ২৯টি মোবাইল ফোন, খোলা অবস্থায় ৫৬৬ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ৫৭ হজার ৪০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জের আমিরাবাগ বাগাম গাছতলা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ০৩ (তিন) প্যাকেট ও খোলা অবস্থায় ২৬৬ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ৩৬ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. মারুফ (৪০), মো. রকিবুল হাসান শাওন (৩৭), মো. নোমান আরাফাত রবিন (৩৬), মো. ফয়সাল হোসেন (৩৫), মো. দ্বীন ইসলাম (৩৫), মো. আব্দুল ওহাব (৫২), মো. রজব আলী (৩৫), মো. সুমন মিয়া (৩৬), মো. কামরুল ইসলাম (৩৯) ও মো. মামুন হোসেন (৩৭)।
অপরদিকে একই সময় র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো— মো. আলী আহম্মদ (৩৮), মো. সুজন (৪৮), মো. সালাউদ্দিন (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৩), মো. মনির হোসেন (৩৭), মো. সেলিম (৪৮), মো. আব্দুর রহিম (৩৮), মো. লাল মিয়া (৫০), মো. আব্দুল মালেক (৫০), মো. চুনু মিয়া (৪৮) ও মো. বাবুল মৃধা (৪৬) । এ সময় তাদের নিকট থেকে ১৪টি মোবাইল, খোলা অবস্থায় ৩০০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ২০ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর পক্ষ থেকে বলা হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়ারী) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
নিউজ লাইট ৭১