ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইনের শাসন,আমাদের সংবিধান এবং জনগণের আকাঙ্খার বিজয় হয়েছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • / 67

মার্কিন নির্বাচনের ফলাফল স্থগিত রাখতে ট্রাম্পের বিভিন্ন চেষ্টার পর আনুষ্ঠানিক ইলেকটোরাল কলেজ ভোটে চূড়ান্ত জয়ের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আইনের শাসন,আমাদের সংবিধান এবং জনগণের আকাঙ্খার বিজয় হয়েছে। ডেলাওয়ারে ভাষণ দেয়ার সময় বাইডেন বলেন, পাতা উল্টে দেয়ার সময় এসেছে। সিএনএন, বিবিসি।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে থামিয়ে রাখা হয়েছিল, পরীক্ষা চালানো হয়েছিল এবং হুমকিতে ফেলা হয়েছিল। কিন্তু এটা যে প্রাণবন্ত, সত্য ও শক্তিশালী তা প্রমাণিত হয়েছে। গণতন্ত্র রক্ষা পেয়েছে।

৩ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন পর্যন্ত ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছেন ট্রাম্প। চূড়ান্ত গণনায় বাইডেন ৩০৬টি ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের ৮ কোটি ১০ লাখের বেশি মানুষ তাকে ও কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন।

বাইডেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস ছিল। আমাদের নির্বাচনের বিশুদ্ধতা অক্ষুন্ন রয়েছে। এই জাতির মধ্যে বহু আগে গণতন্ত্রের শিখা জ্বলেছিল। আমরা জানি যে মহামারী বা ক্ষমতার অপব্যবহার কোনো কিছুই এই শিখাটি নিভিয়ে দিতে পারে না। বাইডেন বলেন, ট্রাম্প সমর্থকরা মামলার পর মামলা করে নির্বাচন বনচাল করার জন্য চরমভাবে চেষ্ট করেছে, যা আগে কখেনো হয়নি। ফলাফল বাতিলের প্রচেষ্টাকে সুপ্রিম কোর্ট ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে বলে মন্তব্য করে ধন্যবাদ জানান বাইডেন।

ভোটের ফল ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে এবং কংগ্রেসের যৌথ অধিবেশনে আগামী ৬ জানুয়ারি আনুষ্ঠানিক গণনা হবে। ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যা আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ নেওয়ার পথ তৈরি করবে।

উল্লেখ্য, গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে, ইলেক্টোরাল কলেজের ভোটে বাইডেন জয়ী হলে জানুয়ারিতে তিনি অফিস ছেড়ে যাবেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আইনের শাসন,আমাদের সংবিধান এবং জনগণের আকাঙ্খার বিজয় হয়েছে

আপডেট টাইম : ০৬:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

মার্কিন নির্বাচনের ফলাফল স্থগিত রাখতে ট্রাম্পের বিভিন্ন চেষ্টার পর আনুষ্ঠানিক ইলেকটোরাল কলেজ ভোটে চূড়ান্ত জয়ের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আইনের শাসন,আমাদের সংবিধান এবং জনগণের আকাঙ্খার বিজয় হয়েছে। ডেলাওয়ারে ভাষণ দেয়ার সময় বাইডেন বলেন, পাতা উল্টে দেয়ার সময় এসেছে। সিএনএন, বিবিসি।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে থামিয়ে রাখা হয়েছিল, পরীক্ষা চালানো হয়েছিল এবং হুমকিতে ফেলা হয়েছিল। কিন্তু এটা যে প্রাণবন্ত, সত্য ও শক্তিশালী তা প্রমাণিত হয়েছে। গণতন্ত্র রক্ষা পেয়েছে।

৩ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন পর্যন্ত ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছেন ট্রাম্প। চূড়ান্ত গণনায় বাইডেন ৩০৬টি ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের ৮ কোটি ১০ লাখের বেশি মানুষ তাকে ও কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন।

বাইডেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস ছিল। আমাদের নির্বাচনের বিশুদ্ধতা অক্ষুন্ন রয়েছে। এই জাতির মধ্যে বহু আগে গণতন্ত্রের শিখা জ্বলেছিল। আমরা জানি যে মহামারী বা ক্ষমতার অপব্যবহার কোনো কিছুই এই শিখাটি নিভিয়ে দিতে পারে না। বাইডেন বলেন, ট্রাম্প সমর্থকরা মামলার পর মামলা করে নির্বাচন বনচাল করার জন্য চরমভাবে চেষ্ট করেছে, যা আগে কখেনো হয়নি। ফলাফল বাতিলের প্রচেষ্টাকে সুপ্রিম কোর্ট ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে বলে মন্তব্য করে ধন্যবাদ জানান বাইডেন।

ভোটের ফল ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে এবং কংগ্রেসের যৌথ অধিবেশনে আগামী ৬ জানুয়ারি আনুষ্ঠানিক গণনা হবে। ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যা আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ নেওয়ার পথ তৈরি করবে।

উল্লেখ্য, গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে, ইলেক্টোরাল কলেজের ভোটে বাইডেন জয়ী হলে জানুয়ারিতে তিনি অফিস ছেড়ে যাবেন।

নিউজ লাইট ৭১