‘পর্ন তারকা হয়ে আমি অনেক সুখী’
- আপডেট টাইম : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 100
৭১: অভিনেত্রী ম্যাটল্যান্ড ওয়ার্ড। ১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে তিনি নাম লেখান হলিউডে। কমেডি ধাঁচের সিনেমায় তিনি রাচেল ম্যাকগুইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু তার ভালো লাগেনি। হলিউডের ক্যারিয়ার ছেড়ে দিয়ে পর্ন জগতে পা দিয়েছেন তিনি। নীল সিনেমার জগতে এসে স্বাধীনতাও উপভোগ করছেন ওয়ার্ড।
বর্তমানে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, ‘অ্যাডাল্ট ওয়ার্ল্ড’র প্রতি তাঁর ‘অকৃত্রিম ভালোবাসা’র কথা। দ্য ডেইলি বিস্টে মতামত লেখার সময় তিনি লেখেন, তারা পর্ন প্রজন্মের অংশ, যেখানে যৌনতা দেখার জন্য সহজেই ইন্টারনেট পাওয়া যায়। সেই সঙ্গে পর্নও সহজেই পাওয়া যায়।
পর্ন জগতের ক্যারিয়ার নিয়ে তিনি লেখেন, আমি যখন প্রথম পর্ন সিনেমার জন্য অভিনয় করছিলাম; তখন সত্যিই অনেক বড় ব্যাপার ছিল। যখন আমাকে নিয়ে ‘ডিপার ডটকম’ সিনেমা তৈরির ঘোষণা দেয়, তখন সাইটের ট্র্যাফিক অনেক বেড়ে যায়।
সাইটের সাবস্ক্রিপশনের বন্যা বয়ে যায়। বিষয়টি পত্রিকার শিরোনামেও এসেছে। আমি যে ভূমিকায় অভিনয় করতে চাই, তাই করছি। এখানে আমি নিজের কাজের স্বাধীনতা পেয়েছি। পর্ন তারকা হয়ে আমি অনেক সুখী।