আমার গোটা জীবনে আজ পর্যন্ত পাঁচ জন প্রেমিকা ছিল, রয়েছে
- আপডেট টাইম : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / 112
নিউজ লাইট ৭১ রিপোর্ট: পাঁচ জন প্রেমিকা থাকতেও এখনো ভার্জিন সালমান খান। নিজেই এমন দাবি করেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত এই তারকা।
জনপ্রিয় টিবি শো ‘বিগ বস ১৩’ সিজনের মঞ্চে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সালমান।
বলিউডে নয় গোটা ভারতেই একাধিক মানুষের চিন্তার বিষয় হল সালমানের বিয়ে কবে? ঠিক এই প্রশ্নটাই সালমানকে এদিন করেছেন অজয় দেবগণ ও কাজল।
অভিনেত্রী তাকে প্রশ্ন করেন, আপনার জীবনে কয়জন প্রেমিকা ছিলেন।
সলমান জানান, দেখুন আমার গোটা জীবনে আজ পর্যন্ত পাঁচ জন প্রেমিকা ছিল, কিংবা রয়েছে, কিন্তু আমি এখনও কুমার। এখনও কুমারিত্ব হারায়নি আমি, এটা আমি জাতীয় মঞ্চে দাঁড়িয়ে বলছি। এখনও বিয়েটাই করিনি তো আমি।
এছাড়াও নিজের বিয়ে নিয়ে সালমান জানিয়ে দেন তিনি বিয়েতে বিশ্বাস করেনা।
তিনি জানিয়েছেন, এখনও অনেক সময় আছে বিয়ে করার জন্য।
তবে এটা নতুন নয় সলমান এর আগেও করণ জোহারের ‘কফি উইথ করণ’-এর শোতে আরবাজ ও সোহেল খানের সঙ্গে গিয়ে একই কথা বলেছিলেন।
আর সেই কথার পরিপ্রেক্ষিতে তীব্র বিতর্ক শুরু হয় নানা জায়গায়।