শিরোনাম :
আরও উষ্ণ নুসরাত!
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / 38
বেশ কয়েকদিন ধরেই থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন নুসরাত জাহান, সঙ্গে যশ দাশগুপ্ত। সেখানে থেকে অহরহ ছবি শেয়ার করছেন নুসরাত জাহান। বিকিনিতে ঝড় তুলেছেন নায়িকা।
বেশ অনেকদিন পর সোশ্যাল মিডিয়া হট অ্যান্ড বোল্ড লুকে ধরা দিয়েছেন নায়িকা। সম্প্রীতি ফি ফি আইল্যান্ড থেকে ছবি পোস্ট করেছেন নায়িকা। এদিনও নুসরাতকে দেখা গেল টু-পিসে।
বেশ কয়েকদিন ধরেই কখনও তার রোগা হয়ে যাওয়াকে কেন্দ্র করে কখনও বা সাংসদ হয়ে খোলামেলা পোশাক পরার বিষয়ে ট্রোলের মুখে পড়তে হয় নুসরাতকে।
তবে ট্রোলারদের কথায় কান না দিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন নায়িকা। নুসরাতের পরনে ছিল নীল রঙের একটি বিকিনি টপ, থাই স্লিট স্কার্ট, চোখে চশমা ও মাথায় টুপি।
বেশ অনেকদিন পরে নুসরাতের ছবিতে কমেন্ট করেছেন মিমি। নুসরাতকে মৎস্যকন্যা তকমা দিয়েছেন মিমি।
নিউজ লাইট ৭১
Tag :