সব সময় সরব টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়
- আপডেট টাইম : ০৬:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / 104
সোশ্যাল মিডিয়ায় সব সময় সরব টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিতর্কেও জড়ান কম না। অভিনেত্রীর স্ট্যাটাস কিংবা সাজ পোশাক নিয়ে অনেক রকম কটাক্ষ করেন নেটজনতা। তবে এইসব কটাক্ষ কানে নেওয়ার পাত্রী নন স্বস্তিকা। সব তর্কের মুখ্য জবাবও দেন এই অভিনেত্রী।
এবার আবারও ভাইরাল হয়েছে স্বস্তিকার ছবি। তবে এবার স্বস্তিকার ছবি যেন মায়া ছড়াচ্ছে নেটদুনিয়ায়।
সাদা লাল পাড় শাড়িতে মোহময়ী নারী, মাথায় ফুল, কানে সোনালি গয়না, কপালে লাল টিপে মোহময়ী স্বস্তিকা।
ইনস্টাগ্রামে অভিনেত্রীর এই ছবি পোস্ট হতে না হতেই শুরু হয়ে গিয়েছে লাইক আর লাভ ইমোজির বণ্যা।
কখনও সাদা কালো, কখনও আবার রঙীন ছবিতে পোজ দিয়েছেন নায়িকা। কখনও মন কেমনের জানলা দিয়ে উঁকি দিচ্ছেন, কখনও আবার সরাসরি ক্যামেরায় লুক গ্ল্যামার কুইনের।
সদ্য স্ট্রিমিং শুরু হয়েছে স্বস্তিকা অভিনীত ‘মোহমায়া’ ওয়েব সিরিজ। ইতিমধ্যেই স্বস্তিকার অভিনয় প্রশংসিত হতে শুরু করেছে।
নিউজ লাইট ৭১