প্রেমিকের সঙ্গে সম্পর্ক বাঁচাতে
- আপডেট টাইম : ০৬:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / 68
প্রেমিকের সঙ্গে সম্পর্ক বাঁচাতে নারী সহকর্মীদের গোসল করার ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, অভিযুক্ত তার ২৪ বছরের প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে দু’জনেই অপরাধ স্বীকার করে নিয়েছে।
আটক নার্সের নাম অশ্বিনী। বেঙ্গালুরুর এক নামী হাসপাতালের আপৎকালীন বিভাগে কাজ করত সে। এর আগে দু’বার বিয়ে হয়েছিল অশ্বিনীর। কিন্তু তা বেশিদিন টেকেনি।
পুলিশকে অশ্বিনী জানিয়েছে, ভুল নম্বরে ফোন করে ফেলে ২৪ বছরের প্রভুর সঙ্গে তার আলাপ হয়। পেশায় নামী হোটেলের শেফ প্রভু। অল্পদিনেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়। প্রভু যখন অশ্বিনীর আগের বিয়ের কথা জানতে পারে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সম্পর্ক বাঁচাতে সমস্ত কিছু করার আশ্বাস দেয় অশ্বিনী। এই আশ্বাসেরই সুযোগ নেয় ২৪ বছরের যুবক।
প্রথমে সে অশ্বিনী তার নগ্ন, অশালীন ভিডিও পাঠাত। পরে অশ্বিনী তার নারী সহকর্মীদের ভিডিও পাঠায়। সম্পর্ক বাঁচাতে হাসপাতালের বাথরুমের সিলিংয়ে মোবাইল ফোন লুকিয়ে রাখত অশ্বিনী। নারী কর্মীরা সেখানে গোসল করতেন। সেই ছবি ও ভিডিও প্রেমিককে সরবরাহ করত।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ছবি ও ভিডিও অনলাইনেও বিক্রি করা হত। হাসপাতালের এক কর্মী সিলিংয়ে অশ্বিনীর ফোনটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অনৈতিক কাজ ফাঁস হয়ে গেলে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে অশ্বিনী। তাকে সুস্থ করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
ভেলোর থেকে অশ্বিনীর প্রেমিক প্রভুকে গ্রেফতা করা হয়েছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
নিউজ লাইট ৭১