শিরোনাম :
পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / 99
৭১: পেঁয়াজের সরবরাহ কমায় ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত।
হিলির কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে সিএন্ডএফ এজেন্ট শংকর দাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে অতিবৃষ্টি ও বন্যা হওয়ায় ভারতের যেসব অঞ্চলে পেঁয়াজ উৎপাদন হতো সেখানে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। যার কারণে পেঁয়াজের সরবরাহ কমায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম বাড়ছে।
কাস্টমস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, সোমবার থেকে সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন এখনও জারি হয়নি, তবে অচিরেই জারি হবে।
Tag :