ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বাড়ল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
  • / 109

৭১: মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হলেও শুক্রবার দাম বেড়ে ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে আগের দিনের কিছু কাঁচামরিচ সকালের দিকে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচামরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন জানান, দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে সরবরাহ ঘাটতি হওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। এ অবস্থায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে নিয়মিত কাঁচামরিচ আমদানি করা হচ্ছে।

তবে ঈদের কারণে টানা ৫দিন আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমে যায়। ঈদের পরে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলেও এখনো চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম হওয়ায় দাম বাড়তির দিকে রয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সেদেশেও দাম বাড়তির দিকে রয়েছে।

বৃহস্পতিবার বন্দর দিয়ে ৬ ট্রাকে (মিনি পিকআপ) ৫০টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

Tag :

শেয়ার করুন

ভারতীয় কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বাড়ল

আপডেট টাইম : ০৩:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

৭১: মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হলেও শুক্রবার দাম বেড়ে ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে আগের দিনের কিছু কাঁচামরিচ সকালের দিকে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচামরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন জানান, দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে সরবরাহ ঘাটতি হওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। এ অবস্থায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে নিয়মিত কাঁচামরিচ আমদানি করা হচ্ছে।

তবে ঈদের কারণে টানা ৫দিন আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমে যায়। ঈদের পরে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলেও এখনো চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম হওয়ায় দাম বাড়তির দিকে রয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সেদেশেও দাম বাড়তির দিকে রয়েছে।

বৃহস্পতিবার বন্দর দিয়ে ৬ ট্রাকে (মিনি পিকআপ) ৫০টন কাঁচামরিচ আমদানি হয়েছে।