জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার

- আপডেট টাইম : ০১:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / 20
মান্দা উপজেলার নির্বাহী অফিসার হিসাবে নতুন কর্মস্থলে এসেছেন মোঃ শাহ আলম মিয়া। মান্দা উপজেলায় যোগদানের আগে দেশের বিভিন্ন স্থানে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ।
এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।
মান্দা উপজেলায় আসার পর থেকে, মাঠ পর্যায়ে নিরলসভাবে দায়িত্ব পালনে নিয়োজিত আছেন তিনি। গত ৪ মাসে সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক (ইউএনও) হিসেবে অত্র উপজেলাবাসীর নিকট তিনি পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন ।
মান্দা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ইচ্ছা করলে, যে কেউ উনার সাথে সাক্ষাৎ করতে পারেন নির্দ্বিধায়। প্রতি সপ্তাহের বুধবারে তিনি সাধারণ অভিযোগ গন শুনানি করে আপোষ নিষ্পত্তি করছেন ।
মান্দার উতরাইল বিলে খাস/ ডিপি সম্পত্তি উদ্ধার ও মালিকানার জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি স্বার্থ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় স্পট গণশুনানি এবং ৬৪ কোটি টাকা মূল্যের ৮০০ একর জায়গা উদ্ধার করেন। গত ১ মাস আগে উৎরাইল বিলে সাধারণ কৃষকের জমি দখল করে নেয় কিছু ভূমি দস্যু। যার ফলে কৃষকের মাঝে কান্নার রোল ওঠ। তিনি স্পট শুনানি শেষে কৃষকের মাঝে জমি ফেরত দিয়ে হাসি ফেরান এবং সেই সাথে অত্র উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বদা তিনি কাজ করে যাচ্ছেন।
এছাড়া তিনি কসব ইউনিয়নের চক বালু মৌজায় নদী পর্যন্ত জমি নিয়ে দীর্ঘ প্রায় ৩৫ বছরের দ্বন্দ্ব নিরসন ও সরকারি জমি উদ্ধারে স্পট গণশুনানি করেন। বিষ্ণপুর ইউনিয়নের কোচা বিল থেকে পাখি শিকারের জন্য পেতে রাখা ফাঁদ জাল আটক করে জনগণের মাঝে পাখি শিকারের অপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। বাংলাদেশ ইমারত নির্মাণ আইন ১৯৯২, ১৯৯৬ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ প্রতিপালনে মান্দা উপজেলায় কর্মরত নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে যুব সমাজকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন তিনি।আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনের কর্মশালায় যোগদান করে এর গুরুত্ব বর্ণনা করেন। কৃষকের কান্না ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট নিয়ে বিরোধ নিষ্পত্তি করেন। গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণে সচেতনতা সৃষ্টি করেন। অবৈধ কারেন্ট জল জব্দ করেন। প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর সামনে কম্বল বিতরণ করেন।
উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা মিটিং সহ সরকারি যাবতীয় অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে দেখা যাচ্ছে, নির্বাহী অফিসার শাহ আলম মিয়া কে। এছাড়াও তার কার্যালয়ে কোন ধরনের অভিযোগ আসলে, ঘটনা তদন্ত করে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বদ্ধপরিকর।
আব্দুল মালেক/নিউজ লাইট ৭১